Berhampore News দোকানের মধ্যে মহিলা কর্মীর সাথে দোকান মালিকের ঘনিষ্ঠতা হাতেনাতে ধরে ফেলল স্ত্রী! এতেই সোমবার ভর সন্ধ্যায় শোরগোল পরে গেল বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায়। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ইন্দ্রপ্রস্থ এলাকায় একটি প্রসাধনীর দোকানে আসেন দোকান মালিকের স্ত্রী। তখনই তিনি তাঁর স্বামীর সাথে দোকানের মহিলা কর্মীর ঘনিষ্ঠতা দেখে ফেলেন বলে অভিযোগ। স্ত্রীকে দেখেই চম্পট দেয় স্বামী। যদিও মহিলা কর্মীকে আটকে রাখা হয় দোকানের মধ্যেই। এই ঘটনা জানাজানি হতেই হৈচৈ পরে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ।
Berhampore News আটক দোকানের মহিলা কর্মীকে উদ্ধার করে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়। দোকান মালিকের স্ত্রী যদিও মুখ খুলতে চান নি। দোকানের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। জনবহুল এলাকায় দোকানের আড়ালে পরকীয়া! এই কর্মকাণ্ডে ক্ষিপ্ত জনতা। অবিলম্বে পুলিশি পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে স্থানীয়দের তরফে। এই ধরনের কাজকর্মে এলাকার সামাজিক পরিবেশ, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলেই মনে করছেন স্থানীয় মানুষজন।
Berhampore News স্থানীয় এক বাসিন্দা স্বপন ব্যানার্জী জানান, শুনেছিলাম এরকম ঘটনা এখানে ঘটে, কোন স্টাফ হয়তো কমপ্লেন করেছে থানায়। এখানে সবাই জানে কী হয় না হয়! জনতা জানত। এতদিন থানা পুলিশ হয়নি। দুপক্ষেরই দোষ আছে। শহরের মধ্যে এরকম ঘটনা অভিপ্রেত নয়।