Berhampore News পুকুর ভরাটের চেষ্টায় তড়িঘড়ি পদক্ষেপ! অভিযোগ গেল থানায়

Published By: Imagine Desk | Published On:

Berhampore News সবেমাত্র শুরু হয়েছিল কাজ। আর শুরুতেই কড়া পদক্ষেপ। জলাভূমি বাঁচাতে একদিকে যেমন আন্দোলন, সচেতনতার বার্তা জারি রয়েছে, উল্টো দিকে সেই জলাভূমি ভরাটও চলছে দিব্যি। হামেশাই প্রকাশ্যে আসছে অভিযোগ। এবার ঘটনাস্থল বহরমপুরের উত্তরপাড়া মোড় সংলগ্ন এলাকা। গত শুক্রবার এসডিও, বিএলআরও অভিযানে যান এই এলাকায়। তারপরেই ঘটল যা ঘটার। পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ ওঠায় মামলা হল বহরমপুর থানায়। গত শনিবার বহরমপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বাপ্পা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ অজ্ঞ্যাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Berhampore News বহরমপুরের উত্তরপাড়ার মোড়ের কাছে রয়েছে ৭০ শতকের একটি পুকুর। অভিযোগ, কয়েকদিন আগেই সেই পুকুর ভরাটের জন্য মাটি ফেলার কাজ শুরু হয়েছিল। রাতের অন্ধকারে মাটি ভরাট এবং মাটি কাটার কাজ চলছিল। এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসতেই ত্ড়িঘড়ি ময়দানে নামেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। এলাকায় অভিযান হয়। সরেজমিনে এলাকায় অভিযানে যান বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায়, বহরমপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বাপ্পা মণ্ডল এবং বহরমপুর থানার পুলিশ। এলাকা ঘুরে দেখার পরেই তাঁরা জেলা প্রশাসনের কাছে একটি রিপোর্ট জমা দেন। সাথে করা হয় একটি অভিযোগ।

Berhampore News বহরমপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জানান, পুকুর ভরাটের জন্য মাটি ফেলা শুরু হয়েছিল। সেই কাজ বন্ধ করার পরে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Berhampore News উল্লেখ্য, দৌলতাবাদ থানাতেও দিন কয়েক আগে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।