Berhampore সপরিবারে গিয়েছিলেন অনুষ্ঠান বাড়ি। রাতে সকলে বাড়ি ফিরলেও দেরী করে বাড়ি ফিরছিলেন একাই। কিন্তু রাস্তাতেই ঘটে গেল চরম বিপদ। ফেরা হল না বাড়ি। শহর বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় রাতের অন্ধকারে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। মৃত যুবক খাগড়া বড়মুরির ধার এলাকার বাসিন্দা।
Berhampore পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইন্দ্রপ্রস্থের এক অনুষ্ঠান বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ধিরাজ সেখ নামে ঐ যুবক। পরিবারের দাবি, পথে কিছু কুকুর ধিরাজকে তাড়া করে। তখনই বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন, স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করার পরে নৈহাটির পরেই রাস্তায় প্রাণ হারান যুবক। মৃতের দাদা মেহবুব সেখ জানান, মর্মান্তিক ঘটনা ঘটে যায় রাতে। শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়িতে ভাইপোর অন্নপ্রাশন ছিল। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে কুকুরের তাড়ায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই প্রাণ হারায়।’
Berhampore দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তরতাজা যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।