Adhir Ranjan Chowdhury বন্ধ হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উদ্ধার করতে না পারলে রাজনীতি করা ছেড়ে দেবেন! এমনই দাবি করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury। শুক্রবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে ছিল মহিলা কংগ্রেসের জেলা সম্মেলন। সেই সম্মেলনে বুথ, অঞ্চল থেকে ব্লক স্তরের মহিলা কংগ্রেস কর্মীরা অংশ নেন। সেখানেই প্রধান বক্তা ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
Adhir Ranjan Chowdhury সম্মেলন মঞ্চেই অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘কংগ্রেস দেশের মানুষের জন্য ১০০ দিনের কাজ চালু করেছিল। সেই কাজ কি চলে গেছে? না! আইন করে ১০০ দিনের কাজ দিয়েছিলাম, তাই ওঠাতে পারেনি। কোন সরকার চাইল বা চাইল না তার উপর কোন সরকারি প্রকল্প নির্ভর করে না। সে যে ভাণ্ডারই হোক না কেন। সরকার যখন কোন পরিকল্পনা ঘোষণা করে সেটা সরকারি পরিকল্পনা, সেটা কিন্তু কোন পার্টির পরিকল্পনা নয়। সেই পরিকল্পনায় পার্টির কোন হস্তক্ষেপ করা যায় না। ‘
Adhir Ranjan Chowdhury তিনি আরও বলেন, ‘ আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা করে গেলাম, আপনি হোন বা প্রতিবেশী হোক, যদি কোন মহিলার লক্ষ্মীর ভান্ডার চালু ছিল আর সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা কংগ্রেস, সিপিএম করে বলে বা তৃণমূল করে না বলে সরকার কেড়ে নিল, তাহলে আপনারা আমার কাছে আসবেন। যদি আমি আপনাদের সেই টাকা উদ্ধার করে দিতে না পারি তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। আইন ব্যবস্থা আছে, আজও আন্দোলন ও প্রতিবাদের জায়গা আছে।’