Yusuf Pathan দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক হোক কিংবা আলিপুর চিড়িয়াখানা- পাহাড় থেকে সমতল এ বঙ্গেই রয়েছে প্রাণী পার্ক, বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র। যেখানে বহু পর্যটক বেড়াতে যান। আর্থ সামাজিক ব্যবস্থার উন্নতির সাথে হয় কর্মসংস্থান। এবার কি সেই উন্নয়নের মুখ দেখবে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর? এই প্রশ্নই আরও জোরালো হল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদবের সাথে সাক্ষাৎ ঘিরে।
Yusuf Pathan এই সাক্ষাতে কী প্রস্তাব দিলেন ইউসুফ? বৃহস্পতিবার ইউসুফ পাঠান কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও প্রস্তাবের ছবি সোশ্যাল মিডিয়ায় খোদ প্রকাশ করেছেন। আর এই ছবি ঘিরেই শোরগোল বেড়েছে। চলতি মাসের ৯ তারিখ। জঙ্গিপুরে বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে বহরমপুরবাসীর জন্য সর্বসমক্ষে একটি দাবী জানিয়েছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। কী দাবীর কথা বলেছিলেন? সাংসদের কথায় উঠে এসেছিল- বহরমপুরে জু বা চিড়িয়াখানা তৈরির ভাবনা। মঞ্চে দাঁড়িয়ে ইউসুফ বলেছিলেন- কলকাতা বা শিলিগুড়িতে ছুটি কাটাতে যান অনেকেই, ঘোরেন চিড়িয়াখানায়। বহরমপুরে সেই পার্ক হলে এলাকার আর্থিক উন্নতি হবে এবং ছোট- বড়দের মনোরঞ্জনও হবে।
Yusuf Pathan সাংসদের সেই ভাবনাই কি বাস্তব রূপ পেতে চলেছে! কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ প্রসঙ্গে বহরমপুরে একটি প্রাণী পার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য একটি প্রস্তাব দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এই বিষয়ে একটি চিঠিও তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে।
Yusuf Pathan লোকসভা ভোটে জয়ের পরেই বহরমপুরের একাধিক দলীয় অনুষ্ঠানে নানান উন্নয়নমূলক কাজের কথা উঠে এসেছে সাংসদের মুখে। তাহলে কি এবার সেই কথাই রাখতে চলেছেন সাংসদ? বহরমপুর কবে প্রাণী পার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র পায়! সেটাই এখন দেখার।