YUSUF PATHAN আগামী ১ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস ও আরজেডির Special Intensive Revision (SIR) নিয়ে সমাবেশ, রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় তৃণমূলের তরফে পাঠানো হচ্ছে প্রতিনিধি। জানা গিয়েছে, ইউসুফ পাঠান YUSUF PATHAN এবং ললিতেশ ত্রিপাঠী LALITESH TRIPATHY যোগ দেবেন রাহুল গান্ধীর কর্মসূচিতে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাবেশে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন বলেই সুত্রের খবর। তাঁরা দু’জনে যোগ না দিলেও প্রতিনিধি পাঠানোর কথা আগেই নিশ্চিত করেছিলেন তৃণমূলের শীর্ষনেতা। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনেরই পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। তাই তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বহরমপুরের তারকা সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের নেতা ললিতেশ ত্রিপাঠী, এমনটাই জানা গেছে।
YUSUF PATHAN রাজনৈতিক মহলের মত, সংসদে কংগ্রেসের সঙ্গে তৃণমূল ইস্যুভিত্তিক সমন্বয় রক্ষা করে চললেও ইন্ডিয়া জোটের মধ্যে তাদের যে স্বতন্ত্র অবস্থান রয়েছে, সে বিষয়টি আগেই তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটে থাকলেও তৃণমূল যে কংগ্রেসের জোট শরিক নয়, তা বারবারই বলে থাকেন তৃণমূলের নেতারা। তাই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনরা বিহারের যাত্রায় সশরীরে হাজির থাকলেও, তৃণমূল প্রতিনিধি পাঠিয়েই সমন্বয় রক্ষা করবে বলে মনে করা হচ্ছে।