Yusuf Pathan বহরমপুরে “আমার পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে হাজির সাংসদ ইউসুফ পাঠান। বৃহস্পতিবার বহরমপুরের পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় বেশকিছু ক্যাম্প পরিদর্শন করেন ইউসুফ পাঠান। এদিন প্রথমে বহরমপুর পৌরসভার Berhampore Municipality ১০ নম্বর ওয়ার্ডের লিপিকা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে Lipika Memorial Girls’ High School যান তিনি। পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জিকে সঙ্গে নিয়ে শিবির ঘুরে দেখেন।
Yusuf Pathan এর পর ভাকুড়ি ১ পঞ্চায়েতের ভাকুড়ি প্রাথমিক স্কুলে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যান বহরমপুরের সাংসদ। ইউসুফ পাঠান জানান, ভালোভাবে চলছে আমার পাড়া আমাদের সমাধান শিবির। আবেদন জমা পড়ছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
Yusuf Pathan বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, এদিন বহরমপুরে ৬টি ক্যাম্প পরিদর্শনে যাবেন সাংসদ। মানুষের সমস্যা কোথায়, কিভাবে সমস্যা সমাধান করা যায় তা নিজে দেখছেন সাংসদ।