Yusuf Pathan পাঠানকে সামনে পেলে কী করবেন হুমায়ুন ? দিলেন হুঁশিয়ারি।
শুক্রবার ভরতপুর থানা পাড়ার বস্ত্র বিতরণে অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন Humayun Kabir কবির ফের নিশানা করেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে। নাম করে দলের জেলা সভাপতি অপূর সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির।
আরও পড়ুনঃ Beldanga MLA বেলডাঙার বিধায়ক কী জবাব দিলেন হুমায়ুন কবিরকে ?
Yusuf Pathan কী দাবি করলেন হুমায়ুন কবির ?
Yusuf Pathan হুমায়ুন কবির এদিন দাবি করেছেন,জেলা সভাপতি আর ভরতপুরের এক এবং দুই ব্লকের সেই সময় ব্লক সভাপতিদের জন্যই লিড কমেছে পাঠানের। রেজিনগরে পাঠানের লিডের ক্রেডিটও দাবি করেছেন হুমায়ুন। এরপরই প্রশ্ন তুলেছেন সাংসদের তহবিল নিয়ে।
Yusuf Pathan কে নিয়ে হুমায়ুন কবির বলেছেন, ” সে ( সাংসদ ইউসুফ পাঠান) যে ৫ কোটি টাকা ডেভলপমেন্ট ফান্ড পায় তার অংশীদার এই ভরতপুরের মানুষও। ১৬ মাস রানিং। ভরতপুর বিধানসভা ১৭ হাজার লিড দিয়েছে সেখানে কানা কড়িও এমপি ল্যাডের টাকা থেকে উন্নয়নের কাজ হয়নি” ।
এরপর টেনেছেন রেজিনগরের কথাও। বলেছেন, ” রেজিনগরের এমএলএ কটা ভোট করেছে ? আমি আর আতাউর ( রহমান) মিলে ৪৩ হাজার লিড করে দিয়েছি, সেখানেও কোন উন্নয়নের ফান্ড নেই। এখানেও কোন উন্নয়নের ফান্ড নেই। শুধু আসলেই বহরমপুর আর কান্দি বগদদাবা করে নিয়ে বেড়াবে”।
এরপরেই হুঁশিয়ারি দিয়েছেন , ” আগামী দিনে রাস্তায়, যেখানে পাবো সেখানেই তাকে বিক্ষোভ দেখাব। কী মনে করেছে আমরা রাজনীতি করতে গিয়ে চুড়ি পরে আছি নাকি ? “।









