YUSUF PATHAN স্বাধীনতা দিবস উপলক্ষে বহরমপুরে একাধিক অনুষ্ঠানে ক্রিকেট তারকা সাংসদ ইউসুফ পাঠান। শুক্রবার বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সামিল হন সাংসদ। জেলা তৃণমূল সভাপতি নিয়ামত সেখ, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী সহ তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইউসুফ পাঠান বিশেষ বার্তাও দেন। ইউসুফ পাঠান বলেন, ‘ সবাইকে ১৫ ই আগস্টের শুভেচ্ছা জানাই। আমাদের পূর্বপুরুষরা যেভাবে একতার সাথে মিলেমিশে দেশকে স্বাধীন করেছেন, ঠিক সেই ভাবেই আমরা বহরমপুর, মুর্শিদাবাদকে একসাথে মিলে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাব। এটাই আমি আজকে শপথ নিচ্ছি। খুশির এই মুহূর্তে সকলকে শুভকামনা জানাচ্ছি।’

YUSUF PATHAN জেলা তৃণমূল কার্যালয়ের পাশাপাশি বহরমপুর পৌরসভাতেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদেন ইউসুফ পাঠান। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী সহ কাউন্সিলর ও পৌরসভার কর্মী আধিকারিক সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইউসুফ পাঠান বলেন, ‘ আমাদের একসাথে মিলে বহরমপুরকে এক নতুন শিখরে নিয়ে যেতে হবে। পাশাপাশি মহিলা ও শিশুদের অপর অপরাধমূলক ঘটনা রুখতে পুলিশ কর্তাদের সাথেও কথা হয়েছে। বহরমপুরের অনেক থানা এলাকায় ক্যামেরা নেই, এখানে অপরাধ রুখতে ৪৫ টিরও বেশী ক্যামেরা লাগানো হয়েছে। যাতে যেখানেই অপরাধ হোক না কেন দোষীদের যাতে ছাড়া না হয়। শান্তি বজায় থাকে। অনলাইন অপরাধের ক্ষেত্রেও একটি নতুন টিম গঠন হয়েছে। বহরমপুর আইসি, মুর্শিদাবাদ এসপি, সকল পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া নির্দেশ আছে অপরাধ রুখতে। সাথে সমস্ত উন্নয়নমূলক কাজও কখনো স্তব্ধ হবে না। ‘
