দেবনীল সরকার, বহরমপুরঃ এবার শিশু-কিশোর-তরুণদের নিয়ে নাট্য প্রযোজনা নাট্যদল যুগাগ্নির। শুক্রবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে মঞ্চস্থ হল জোড়া নাটক। শুক্রবার সন্ধ্যায় শহরের একদল শিশু-কিশোর-তরুণদের নাটকে অভিনয় করতে দেখা গেল। এদিন মঞ্চে প্রথমবার অভিনয় করছে অভিনেতাদের অনেকেই । প্রায় এক বছর ধরে এই খুদে অভিনেতাদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা হয়েছে যুগাগ্নির মহলা কক্ষে।
এদিন সন্ধ্যায় বাদল সরকারের ‘রুপকথার কেলেঙ্কারী’ ও বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের ‘সৌরভ’ এই দুটি নাটক অভিনীত হয় রবীন্দ্রসদনের মঞ্চে।
পায়ে পায়ে পঞ্চাশে পা দিয়েছে বহরমপুরের নাট্যদল যুগাগ্নি। প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে শিশু-কিশোর-তরুণদের নিয়ে নাটকের কর্মশালা ও মঞ্চ অভিনয় করে আসছে যুগাগ্নি। এই অনুষ্ঠানের পর আবার শুরু হবে এক বছর ব্যাপী যুগাগ্নি’র শিশু-কিশোর-তরুণদের নিয়ে নাটকের কর্মশালা জানান যুগাগ্নির সম্পাদক অনুপম সরকার । শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রসদনে শহরের নাট্যমোদী দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।