নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো বলেছিলেন স্বামী বিবেকানন্দ। যাঁরা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট।’
রবিবার ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন “গীতাপাঠের থেকে ফুটবল খেলা ভালো যাঁরা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট।” তার বিরুদ্ধে মঙ্গলবার রাজ্য জুড়ে যুব তৃণমূল প্রতিবাদে সামিল হয়। তারই অঙ্গ হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা জুড়ে নানা কর্মসূচী নেওয়া হয়। এদিন বিকেলে বহরমপুরে শহর তৃণমূল যুব কংগ্রেস ও পূর্ব ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
জেলা যুব তৃণমূল সভাপতি আশিফ আহমেদের নেতৃত্বে তৃণমূলের যুবরা ফুটবল হাতে খাগড়া চৌরাস্তার মোড় থেকে কাদাই জলট্যাঙ্কের মোড় পর্যন্ত মিছিল করে।