নিজস্ব সংবাদদাতা, সামশেরগঞ্জঃ মুর্শিদাবাদ থেকে উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার ডাকবাংলা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, জালনোট সহ গ্রেপ্তার বিহারের এক যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট দুই লক্ষ টাকার জাল পাঁচশো টাকার নোট।
সামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার জানান, “মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড থেকে ফরাক্কার দিকে একটি ছোট গাড়ি যাচ্ছিল। সেখানেই পুলিশের নাকা চেকিং চলছিল, এবং তখনই সে ধরা পরে।” তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জালনোট। গ্রেপ্তার করা হয় মুকেশ কুমার (২৫) নামে এক যুবককে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বিহারের সিতামারী এলাকার বাসিন্দা। এই জালনোট সামশেরগঞ্জে কাউকে দেওয়ার জন্য আনা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান পুলিশের। বুধবার ধৃতকে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। জালনোট চক্রের সাথে আর কারা কারা যুক্ত তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশ।