Yoga Day 2024 আন্তর্জাতিক যোগ দিবস জল বাঁচানোর শপথ

Published By: Madhyabanga News | Published On:

Yoga Day 2024  পরিশুদ্ধ পানীয় জল আর যোগাসন। দুইয়ের সঙ্গেই জীবনের যোগ। এই যোগের উদযাপন হল আন্তর্জাতিক যোগ দিবসে। শুক্রবার মুর্শিদাবাদ Murshidabad , বীরভূম, উত্তর ২৪ পরগণা এবং নদীয়া Nadia  জেলায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছেন। যোগাসনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, তারা জল সংরক্ষণের বার্তা দিচ্ছেন। বিভিন্ন কর্মসূচি ও প্রচারাভিযানের মাধ্যমে ছাত্রছাত্রীরা পরিষ্কার জল ব্যবহার এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছেন। জল জীবন মিশনের Jal Jeevan Mission  আইএসএ’র উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান এদিন চার জেলায় হয়।

 

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করা এবং একই সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। ছাত্রছাত্রীরা সকালে বিভিন্ন যোগাসনের মাধ্যমে তাদের দিবসের সূচনা করেন। যোগাসনের মাধ্যমে তারা শারীরিক সুস্থতা ও মানসিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষকেরা তাদের সঙ্গে যোগ দিয়ে এ কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলেন। যোগাসনের বিভিন্ন আসন প্রদর্শন ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা উৎসাহের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে।

 

এই উদযাপনের পাশাপাশি, ছাত্রছাত্রীরা একটি বিশেষ বার্তা নিয়ে আসেন – জল সংরক্ষণ। জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। বক্তৃতা, পোস্টার প্রতিযোগিতা, র‍্যালি ইত্যাদির মাধ্যমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ছাত্রছাত্রীরা পরিষ্কার জল ব্যবহার, জল অপচয় রোধ এবং জলাশয় সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া কলেজের ছাত্রী সোফিয়া খাতুন জানান, “যোগ দিবস উদযাপনের পাশাপাশি জল সংরক্ষণের বার্তা দেওয়াও আমাদের উদ্দেশ্য। আমরা সবাই মিলে যদি জল সংরক্ষণে সচেষ্ট হই, তাহলে আমাদের পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।”

 

উত্তর ২৪ পরগণা এবং নদীয়া জেলায়ও একই ধরনের উদযাপন এবং প্রচারাভিযান চলে। শিক্ষার্থীদের এই উদ্যোগ সারা রাজ্যে প্রশংসিত হয়েছে এবং অন্য জেলার শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করেছে। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের  সিদ্রানি গড়াম পঞ্চায়েতের সবুজ জল যোদ্ধাবাহিনীর ছাত্রীরাও জল সংরক্ষণের প্রচার করেছেন যোগ দিবসে। এই ধরনের উদযাপন এবং সচেতনতামূলক কার্যক্রম আমাদের সমাজের সুস্থতা ও পরিবেশ রক্ষার দিকে এক বড় পদক্ষেপ।