এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Yamaha XSR 155 ইয়ামাহার নতুন এক্সএসআর ১৫৫ , দেড় লাখেই নতুন ফিচার নিয়ে

Published on: November 12, 2025
Yamaha XSR 155 Launched

Yamaha XSR 155 ভারতীয় মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় চমক নিয়ে এল ইয়ামাহা  India Yamaha Motor (IYM) Pvt. Ltd. সংস্থা। মঙ্গলবার ইয়ামাহা  ভারতে লঞ্চ করল তাদের জনপ্রিয় Modern Retro Sport Bike – XSR155। বিশ্বের বাজারে প্রশংসা কুড়িয়েছে এই বাইক।  একই সঙ্গে উন্মোচন করল নিজেদের প্রথম দুটি ইলেকট্রিক স্কুটার – AEROX-E এবং EC-06। এছাড়াও নতুন প্রজন্মের রাইডারদের জন্য এলো FZ-RAVE

আরও পড়ুনঃ Farakka News ফরাক্কা ব্যারেজ পেরোতেই বাইকে ধোঁয়া, তারপর যা হল…

এই তিনটি মডেল লঞ্চের মাধ্যমে Yamaha আরও একবার প্রমাণ করল যে তারা ভারতের প্রিমিয়াম ডিলাক্স বাইক সেগমেন্টে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে সংস্থাটি এবার স্টাইল আর টকনলজির  দিকে বড় পদক্ষেপ নিল।

 Yamaha XSR155 — ক্লাসিক লুক, আধুনিক প্রযুক্তি

XSR155 মডেলটি Yamaha-র Modern Retro Sport কনসেপ্টের প্রতিফলন। ক্লাসিক ডিজাইনের সঙ্গে আধুনিক ইঞ্জিনিয়ারিং-এর সংমিশ্রণ এই বাইকটিকে দিয়েছে এক বিশেষ চরিত্র। দাম রাখা হয়েছে ₹1,49,990 (এক্সশোরুম, দিল্লি) — যা প্রারম্ভিক অফার হিসেবে ঘোষণা করেছে সংস্থা।

Yamaha XSR 155 এই বাইকে রয়েছে ক্লাসিক রাউন্ড LED হেডলাইট টেইললাইট, টিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক, এবং ট্র্যাডিশনাল LCD ডিসপ্লে। XSR155 বাজারে আসছে চারটি রঙেMetallic Grey, Vivid Red, Greyish Green MetallicMetallic Blue। এছাড়াও থাকবে দুটি বিশেষ অ্যাকসেসরি প্যাকেজ — ScramblerCafé Racer

Yamaha XSR155-এর ডিজাইন ও স্টাইল বৈশিষ্ট্যসমূহ

বৈশিষ্ট্যবিবরণ
হেডলাইট ও টেইললাইটক্লাসিক রাউন্ড LED হেডলাইট ও টেইললাইট
ফুয়েল ট্যাঙ্ক ডিজাইনটিয়ারড্রপ ফুয়েল ট্যাঙ্ক
ডিসপ্লেট্র্যাডিশনাল LCD ডিসপ্লে
উপলব্ধ রঙMetallic Grey, Vivid Red, Greyish Green Metallic, Metallic Blue
অ্যাকসেসরি প্যাকেজScrambler ও Café Racer

 

Yamaha XSR 155 শক্তিশালী ইঞ্জিন আধুনিক ফিচার

Yamaha XSR155-এর মূল বৈশিষ্ট্যসমূহ

বৈশিষ্ট্যবিবরণ
ইঞ্জিন ক্ষমতা155cc লিকুইড-কুলড, ৪-ভাল্ভ ইঞ্জিন
প্রযুক্তিVariable Valve Actuation (VVA)
পাওয়ার আউটপুট13.5 kW
টর্ক14.2 Nm
ফ্রেম টাইপYamaha Deltabox Frame
সাসপেনশন (সামনে)Upside-Down Forks
সাসপেনশন (পেছনে)Linked-Type Monocross Suspension
সুইং আর্মAluminium Swing Arm
গিয়ারবক্স6-স্পিড
নিরাপত্তা বৈশিষ্ট্যDual-Channel ABS
অতিরিক্ত নিরাপত্তা প্রযুক্তিTraction Control System
রাইডিং অভিজ্ঞতাআরও স্থিতিশীল ও নিরাপদ

 

Yamaha XSR 155

Yamaha Motor India Group-এর চেয়ারম্যান Mr. Itaru Otani বলেন,

“ভারত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এখানে প্রিমিয়াম ও ইলেকট্রিক দুই সেগমেন্টেই আমরা বিশাল সম্ভাবনা দেখছি। XSR ব্র্যান্ড, নতুন ইভি এবং FZ-RAVE আমাদের ভারতের ভবিষ্যৎ মোবিলিটি ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ। আমরা পারফরম্যান্স, ডিজাইন ও টেকনোলজির সমন্বয়ে ভারতীয় রাইডারদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করছি।”

Yamaha XSR 155 এই নতুন লঞ্চের মাধ্যমে Yamaha শুধুমাত্র মোটরসাইকেল নয়, বরং ইলেকট্রিক মোবিলিটি ক্ষেত্রেও নিজেদের উপস্থিতি দৃঢ় করছে। ইয়াহামার পক্ষ থেকে জানানো হয়েছে,  সংস্থার লক্ষ্য ভারতের Viksit Bharat Vision এবং Yamaha Environmental Plan 2050-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব পরিবহনের দিকে এগিয়ে যাওয়া।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now