World’s Longest Swimming Competition রাত পোহালেই রবিবার বিশ্বের দীর্ঘতম ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদে। আহিরন থেকে বহরমপুর- ভাগীরথীর জলে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে এবছরের চ্যাম্পিয়ন? কৌতূহল যেমন আছে বাড়ছে উত্তেজনার পারদও। বিশ্বের প্রাচীনতম এবং দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ এবছর ৭৯ তম বর্ষে পা দিয়েছে। দুটি বিভাগে প্রতিযোগিতা ৮১ কিমি এবং ১৯ কিমি। ভাগীরথীর বুকে বিশ্বরেকর্ড গড়ার লড়াইয়ে ঝাপাবেন দেশ বিদেশের সাতারুরা। অতীতে এই প্রতিযোগিতায় নেমেই ইংলিশ চ্যানেলের প্রস্তুতি নিয়েছিলেন বুলা চৌধুরী, সায়নী দাসরা। ভারত স্বাধীন হওয়ার দু’বছর আগে এই জেলায় গঙ্গাবক্ষে শুরু হয়েছিল ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতা। সেই ট্র্যাডিশন এখনও চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা. সদর শহর বহরমপুরে জাতীয় ও আন্তজাতিক স্তরের সাঁতারুরা এসে হাজির। প্রতিযোগিতার আগের সন্ধ্যেয় দেশ- বিদেশের প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়ার পালা। শনিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হল মহা সমারোহে।
World’s Longest Swimming Competition আহিরন থেকে বহরমপুর ৮১ কিমি এবং জিয়াগঞ্জ সদর ঘাট থেকে বহরমপুর ১৯ কিমি- এই দুই ভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশ বিদেশের প্রতিযোগীরা । সুদূর স্পেন, বাংলাদেশ থেকে প্রতিযোগীরা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রাঙ্গণে এসেছেন । এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাতারুরা অংশ নিচ্ছেন। এবছর প্রথম ভারতে এসে ভাগীরথীতে নামবেন স্পেনের মিকেল আর্টিয়েগা।
World’s Longest Swimming Competition প্রতি বছরের মতো এবছরো চমকে ভরা পুরো ইভেন্ট। ১৯ কিমি এ পুরুষ বিভাগে অংশগ্রহণ করছেন ৩৮ জন, মহিলাদের গ্রুপে সংখ্যাটা ২১। ৮১ কিমি এ এবছর প্রতিযোগীর সংখ্যা ২১ জন। ৮১ কিমি এ দু বার জয়ের খেতাব রয়েছে বর্ধমানের প্রত্যয়ের। ২০২৫ এও উদ্যমের সাথে অংশ নিচ্ছে সে।
World’s Longest Swimming Competition সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিযোগীদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বেঙ্গল এমেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি রামানুজ মুখার্জি, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি সহ একাধিক জন প্রতিনিধি, ক্রীড়া প্রেমীরা। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ৭৯ তম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। রোমাঞ্চ্যকর অভিজ্ঞতার অপেক্ষা।