World’s Longest Swimming Competition 2025 বিদেশিদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েও আক্ষেপ বাংলার সাঁতারুদের

Published By: Imagine Desk | Published On:

World’s Longest Swimming Competition 2025 স্টার্ট, টার্নিং আর টাইমিং- সাঁতারুদের জন্য এই তিনটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধাপ অতিক্রম করতেই সমস্যা। সারা বছর ধরে অনুশীলন যখন জরুরী। তখন অনুশীলনের জন্য সুইমিং পুলেরই অভাব! মুর্শিদাবাদ সুইম অ্যাসোসিয়েশন আয়োজিত ৭৯ তম বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় তিন  চ্যাম্পিয়নের আক্ষেপ একটাই।

World’s Longest Swimming Competition 2025 নদীবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতারে বিদেশীদের হারিয়ে জয় ছিনিয়ে নিল বাংলার তিন কৃতি সাঁতারু। বাংলাদেশ ও স্পেনের সাঁতারুদের হারিয়ে বাংলার কৃতীদের আক্ষেপ কলকাতার বুকে নিয়মিত সাঁতার কাটার জন্য বিজ্ঞানসম্মত কোন সুইমিং পুল নেই। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে অন্তত একটি বিশ্বমানের সুইমিং পুল করা হোক রাজ্যের রাজধানীতে।

World’s Longest Swimming Competition 2025 রবিবার ছিল ভাগীরথীর বুকে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ৭৯ তম বর্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার ফাইনাল পর্ব ঘিরে ছিল টানটান উত্তেজনা। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নের হাসি হাসল এ বাংলারই তিন জন। ৮১ কিমি এ হ্যাট্রিক প্রত্যয় ভট্টাচার্যের। ১৯ কিমি পুরুষ বিভাগে হ্যাট্রিক কলকাতার গৌরব কাবেরীর। ১৯ কিমি মহিলা বিভাগে প্রথম হয়েছেন মৌবনি পাত্র। এতদিনের পরিশ্রম তারপর সাফল্য। কিন্তু সহজ ছিল না যাত্রাপথ। কোথায় সমস্যা? কী কী প্রতিকূলতা? জয়ের পরেই আক্ষেপ জয়ী সাঁতারুদের।

World’s Longest Swimming Competition 2025 গৌরব, প্রত্যয় ও মৌবনিদের একটাই আক্ষেপ রাজ্যে নেই প্র্যাকটিস করার মতো সুইমিং পুল। ৮১ কিমি এবারেও প্রথম স্থান অর্জন করা প্রত্যয় জানান, ব্যাঙ্কের কর্মী, পেশাগত দিকে সহযোগিতা পান। ফুলটাইম সুইমার হিসেবে প্র্যাকটিস করেন। কিন্তু রয়েছে সমস্যা। যারা রাজ্য থেকে জাতীয় স্তরের সাঁতারু, যারা রেকর্ড করছে তাদের সমস্যার কথাও শোনা যায় প্রত্যয়ের মুখে। কোন সুইমিং পুল না পাওয়া, সুইমিং না পেলে স্টার্ট নেওয়া, টার্নিংস নেওয়ার কোন জায়গা থাকছে না। প্রপার টাইমিং এর কোন গাইডলাইন থাকছে না বলেই জানিয়েছেন প্রত্যয় ভট্টাচার্য।

World’s Longest Swimming Competition 2025 ১৯ কিমি পুরুষ বিভাগে হ্যাট্রিক করা কলকাতার গৌরব কাবেরী জানান চ্যালেঞ্জের কথা। ২০২৩ থেকে ২০২৫ পর পর তিন বার জয়ের ধারা অব্যাহত রাখলেও এবছর হাড্ডাহাড্ডি লড়াই ছিল। গৌরব জানান, ট্রেনিং শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করলেও সমস্যা হয়। আগে সুইমিং পুল থাকলেও নানান জটিলতায় লেকেই  বর্তমানে প্র্যাকটিস করেন। রাজ্য সরকারের কাছে গৌরবের আবেদন সুইমিং পুলের।

World’s Longest Swimming Competition 2025 ১৯ কিমি মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে মৌবনি পাত্র। গঙ্গাবক্ষে সাঁতারের অভিজ্ঞতা পাঁচ বার। সোদপুর পানিহাটি থেকে আহিরিটোলা ১৪ কিমি এ দুবারের অভিজ্ঞতা আছে। ২০২৪ এর ডিসেম্বরে ১০ কিমি সাঁতার প্রতিযোগিতার পর এবার ১৯ কিমি টার্গেট ছিল। যে টার্গেট সফলভাবে অতিক্রম করেছে। আগামী দিনেও অনুশীলন করে জাতীয়, আন্তর্জাতিক স্তরের স্বপ্ন তাঁর চোখে।