World Mosquito Day রাতে মশা, দিনেও মশা— মশা নিয়েই বাঁচে গ্রাম থেকে শহর। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা ডেঙ্গির মতো রোগে নিত্য ভোগান্তি। মশা মারতে কামান দাগা কম হয়নি, তবু কমেনা উপদ্রব। জল-জঙ্গলের বঙ্গদেশে সর্বত্রই মশার উৎপাত, আর রোগভোগ। আজ বিশ্ব মশা দিবস World Mosquito Day 2025 । মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২০ আগস্ট এই দিনটি পালন করা হয়। সূচনা হয় ১৮৯৭ সালের ২০ আগস্ট ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রসের হাত ধরে।
World Mosquito Day এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল মশার উপদ্রব কমানো এবং তাদের বহন করা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা । বিশেষ করে বৃষ্টির দিনে মশার বংশবৃদ্ধি বেড়ে যায়। এর মধ্যে রয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া।
World Mosquito Day মশা কীভাবে রোগ ছড়ায়
World Mosquito Day বিশেষজ্ঞদের মতে, মশার কামড়ানোর একটি সময় এবং কৌশল রয়েছে । অন্য কথায় স্ত্রী মশা খাদ্য হিসেবে রক্ত গ্রহণ করে । অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয় । তবে এই মশা কামড়ানোর একটা নির্দিষ্ট সময় আছে । সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে এই মশা কামড়ায়। এডিস মশা সূর্যোদয়ের আগে বা সন্ধ্যায় কামড়ায়। এছাড়া কিউলেক্স মশা অন্যদের থেকে আলাদা । এই মশাগুলি সারা রাত সক্রিয় থাকে এবং রাতে বাড়ির ভিতরে বা বাইরে যে কোনও জায়গায় কামড়াতে পারে ।
World Mosquito Day মশা থেকে বাঁচার উপায়:
World Mosquito Day দূষিত জল এড়িয়ে চলুন ৷ আপনার চারপাশের জায়গাগুলি শুকনো এবং পরিষ্কার রাখুন । মশা-সহ অনেক ব্যাকটেরিয়া অন্ধকার ও নোংরা পরিবেশে আকৃষ্ট হয় । তাই ঘর পরিষ্কার রাখতে হবে । রাতে ঘুমানোর সময় সাবধানতা অবলম্বনে মশারি টাঙানো জরুরী।
World Mosquito Day কখন ডাক্তারের শরণাপন্ন হবেন?
World Mosquito Day জ্বর ২ দিনের বেশি স্থায়ী হলে। শরীর বা জয়েন্টে তীব্র ব্যথা। রক্তপাত (নাক, মাড়ি বা ত্বকের নীচে)। চরম ক্লান্তি বা বিভ্রান্তি। শ্বাসকষ্ট বা বারবার বমি। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করা জরুরি। কারণ, মশার কামড়ে মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। তাই উপসর্গ দেখা দিলে হেলাফেলা করার কোনও সুযোগ নেই।