World Indigenous Peoples Day প্রতিবছর ৯ আগস্ট পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। এবছর ৭ আগস্ট থেকে শুরু হল উদযাপন। রাজ্যব্যাপী চারদিনের আদিবাসী উৎসবের সূচনা হল মুর্শিদাবাদের আদিবাসী অধ্যুষিত নবগ্রামেও। নবগ্রামের পলসণ্ডায় সিধু কানহু ভবনে শুরু হল চারদিন ব্যাপী উৎসব উদযাপনের। বৃহস্পতিবার উদযাপনের সূচনা পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চারদিনের কর্মসূচির লক্ষ্য কী? কী কী পরিষেবা, সুবিধা পাবেন আদিবাসীরা? বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল জানান, আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে এই প্রয়াস। উদযাপনের শুরুতে ধামসা মাদল, বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। সম্বর্ধনাও জানানো হয় গ্রামের মোড়লদের।
World Indigenous Peoples Dayএদিনের অনুষ্ঠানে নবগ্রাম ছাড়াও মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, রঘুনাথগঞ্জ, কান্দি, বড়ঞা, সাগরদিঘী থেকে বহু আদিবাসী সম্প্রদায়ভুক্তরা অংশ নেন। ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্প, পরিষেবা, স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রয়েছে। চার দিনের কর্মসূচী ঘিরে অংশ গ্রহণকারীরা ছিলেন উচ্ছ্বসিত। সচেতনতা বৃদ্ধি, ঐতিহ্য, সংস্কৃতির বিকাশে জোর দেওয়া হয়।