এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

World Heritage Day 2025 ঐতিহাসিক মুর্শিদাবাদের ঐতিহ্য রক্ষার বার্তা

Published on: April 18, 2025
World Heritage Day 2025

World Heritage Day 2025  ১৮ ই এপ্রিল, বিশ্ব ঐতিহ্য দিবস World Heritage Day। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঐতিহ্য দিবস পালন হচ্ছে আজ। তার পাশাপাশি ঐতিহ্যবাহী শহর মুর্শিদাবাদে পালিত হল বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। নবাবি শহর মুর্শিদাবাদ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঐতিহাসিক নিদর্শন। নবাবি নগরীতে বাদ্য যন্ত্রের তালে, লোক শিল্পীদের ভিড়ে ঐতিহ্য রক্ষার অঙ্গীকার।

World Heritage Day 2025 প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে এনসিসি টিম, লালবাগের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা, ঐতিহ্যবাহী ঘোড়ার নাচ, ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য ধামসা মাদল সঙ্গে নিয়ে শহর পরিক্রমা করা হয়। পাশাপাশি জেলার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এদিনের প্রভাত ফেরিতে।  এমনই আয়োজন করল মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্টাল সোসাইটি। গর্বের মুর্শিদাবাদ ইতিহাসের আঙিনায় হোক বিশ্বরঞ্জিত- এই লক্ষ্যে হল পদযাত্রা।

World Heritage Day 2025 মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্টাল সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য জানান, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ঐতিহ্যপূর্ণ যে  সম্পদগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো ঠিক মতো সংরক্ষণ হচ্ছে না।  রক্ষণাবেক্ষণ হচ্ছে না সেগুলো যাতে সরকারের নজরে আসে তার উদ্দ্যেশ্যে এই র‍্যালি হয়। এছাড়াও আরেকটি উদ্দ্যেশ্য হল শহরের মানুষকে সচেতন করা। অনেক জায়গায় দাগ কাটা, নাম লেখা, চূড়ান্ত অসচেতনতার ছাপ দেখা যায়।  ঐতিহ্য সম্পদের যে গুরুত্ব, সেই গুরুত্ব যাতে সকলেই উপলব্ধি করেন। সম্পদ, ঐতিহ্য রক্ষা করেন সেই সচেতনতার বার্তা দিয়েই এই দিনটি বিশেষ ভাবে পালিত হল। এদিন লালবাগ এসডিও মোড় থেকে শুরু হয় প্রভাত ফেরী। বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ছুঁয়ে যায় পদযাত্রা। এসডিও মোড়ে এসে শেষ হয়।

World Heritage Day 2025 প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮২ সালে প্রথম  ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্ট অ্যান্ড সাইটস পালন করা হয় ICOMOS-এর তরফে। পরে এই সিদ্ধান্তে সিলমোহর দেয় ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO)। ১৯৮৩ সালে ২২তম জেনারেল কনফারেন্সে এই দিনটিকে স্বীকৃতি দেওয়া হয় বিশ্ব হেরিটেজ দিবসের। আর তারপর থেকেই প্রতি বছর বিশ্ব হেরিটেজ দিবস পালন করা হয়ে আসছে. প্রতি বছর ১৮ এপ্রিল , বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিসৌধের ইতিহাস, বৈচিত্র্য এবং দুর্বলতা সংরক্ষণের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই বিশেষ দিনটি সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে বোঝার জন্য চিহ্নিত করে যা সংরক্ষণের যোগ্য.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now