World Fisheries Day 2025 শীতল পড়লেই বাঙালিদের অনেকে নস্টালজিক হয়ে যান। কোথায় গেল খেজুর রস? কোথায় গেল বাড়ি-বাড়ি বেচতে আসা গুগলি। কিম্বা সন্ধ্যা বেলায় কড়াই ভর্তি নতুন আখের গুড়ে ম-ম করা গন্ধ। পুকুরে তালপাতা ফেলে কাঁকড়া ধড়া। কিংবা কাদায় থাকা মাছ ধরার জন্যে মাটির হাঁড়ি পুকুরের জলে ডুবিয়ে রাখা। সব গিয়েছে।
সেরকমই পুকুরে জেলেদের ডেকে এনে জাল ফেলে মাছ ধরার দিনও কমে এসেছে। এরপর নদীতে, গঙ্গাতেও কি আর মাছ ধরার মৎস্যজীবীদের দেখা যাবে না? কোনও শীতে মন খারাপের তালিকায় যুক্ত হবে তা-ও? পদ্মা নদীর মাঝি, কিংবা তিতাস একটি নদীর নামের কাহিনীগুলির কোনও বাস্তব চিহ্ন থাকবে না? শুক্রবার বিশ্বজুড়ে পালিত হল বিশ্ব মৎস্যজীবী দিবস। সেই প্রসঙ্গে এই রাজ্যে মৎস্যজীবীদের যে হাল তাতে এই প্রশ্ন তুললেন অনেকে।
আরও পড়ুনঃ BSB 2025 বাংলা শস্য বিমার ফর্ম দেওয়া শুরু, কারা পাবেন জেনে নিন

World Fisheries Day 2025 কেন এই ভাবনা? এই রাজ্যে মৎস্যজীবীদের হাল খারাপ। কাজ নেই। তাই অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছেন। তার উপরে পরবর্তী প্রজন্ম মাছ ধরতে এগিয়ে আসছে না। বিজ্ঞানী সূর্যেন্দু দে বলছিলেন, নদী, খাল শুকিয়ে যাচ্ছে। আগে জাল ফেললে মাছ হতো। এখন জল নেই। শুকিয়ে গিয়েছে। জাল ফেলে মাছ ধরাকে ‘ক্যাপচার’ বলা হতো। এখন কৃত্রিম উপায়ে জলাভুমিকে ইজারা দিয়ে ‘কালচার’ করা হচ্ছে। ফলে জেলেরা কর্মহীন হয়ে পড়ছেন।
World Fisheries Day 2025 সম্প্রতি মৎস্যজীবীরা ১৩ দফা দাবিতে মুর্শিদাবাদ(Murshidabad) জেলায় অধিকার যাত্রা করেছেন। তাঁরা বলছিলেন, তাঁরা এমন একটি কাজ করেন, সেই সম্পদে তাঁদের কোনও অধিকার নেই। জল সীমান্তে নানা ঝামেলা পোহাতে হয়। এখন নদী, খাল এমনভাবে শুকিয়ে গিয়েছে যে সেভাবে মাছ চাষও হয় না। ফলে মৎস্যজীবীরা তিমিরেই। মৎস্যজীবীর সংখ্যাও ক্রমশ কমছে। একসময় এই মৎস্যজীবীদের উপর নির্ভর করে ভাতে মাছ জুটতো।
World Fisheries Day 2025 এদিন ফরাক্কার ডিয়ার ফরেস্ট এলাকা সহ জেলার ৬ টি জায়গায় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করেন মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক নারায়ণ দাস বলেন, মাছ কমে যাচ্ছে। তা নিয়ে নদী গবেষক বা সরকারের যে গুরুত্ব দেওয়ার দরকার ছিল তা দেওয়া হচ্ছে না। যার ফলে পেশা হারাছেন মৎস্যজীবীরা। তাঁরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন।
এদিন মৎস্যজীবীদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ স্মল স্কেল ফিশ ওয়ার্কস দাবি করে, ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করো। জলাশয়ে গোষ্ঠী পাট্টা দিতে হবে। দুনিয়ার ক্ষুদ্র মৎস্যজীবী এক হও।














