World Environment Day 2025 ৫ ই জুন, বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনটি পালন করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে। এ বছরের থিম— “প্লাস্টিক দূষণের অবসান”, যা বর্তমান বিশ্বে এক জ্বলন্ত সমস্যা।
World Environment Day 2025 ১৯৭২ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (UNGA) বিশ্ব পরিবেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নেয়। ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন এই দিনটি পালিত হচ্ছে। উদ্দেশ্য— পরিবেশ ও প্রকৃতির ওপর মানুষের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া। এই বছর রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-র পক্ষ থেকে নির্ধারিত থিম “প্লাস্টিক দূষণের অবসান” (End Plastic Pollution)। প্লাস্টিক বর্জ্য এখন আর শুধু মাটিতে বা সমুদ্রে সীমাবদ্ধ নেই— এটি আমাদের পানীয় জল, খাদ্য এমনকি মানবদেহেও প্রবেশ করছে। এই থিমের মাধ্যমে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে প্লাস্টিক ব্যবহারে রাশ টানার আহ্বান জানানো হয়েছে।
World Environment Day 2025 এই দিনের গুরুত্ব
World Environment Day 2025 বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়— এটি একটি সচেতনতার আন্দোলন। এই দিনে বৃক্ষরোপণ, প্লাস্টিক বিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার ইত্যাদির মাধ্যমে পরিবেশ বান্ধব জীবনের আহ্বান জানানো হয়।
World Environment Day 2025 মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত ‘ বিশ্ব পরিবেশ দিবস’
World Environment Day 2025 পঞ্চায়েত থেকে পৌরসভা-দিকে দিকে নেওয়া হল একাধিক উদ্যোগ। ধুলিয়ান পৌরসভা এবং সামসেরগঞ্জ থানার পক্ষের তরফে হল বৃক্ষরোপণ কর্মসূচী। সামসেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সচেতনতার বার্তায় হল র্যালি। দৌলতাবাদ থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পালিত হল এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। হল র্যালি্ আলোচনা সভা। প্লাস্টিক দূষণ নিয়েও সচেতন করা হয় জনগণকে। পাশাপাশি, হরিহরপাড়াতেও পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। হরিহরপাড়া থানা প্রাঙ্গণে গানের সুরে সচেতনতার বার্তা দেওয়া হল। “গাছ লাগাও মাটিতে তোমরা, প্রাণ বাঁচাও”—এই গান গেয়ে খোদ পুলিশ কর্তা পরিবেশের গুরুত্ব বোঝালেন। থানা প্রাঙ্গণে একাধিক গাছের চারা রোপণ করা হয়। পুলিশকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার শপথ নেওয়া হয়। কান্দি পৌরসভার পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হল। গাছ লাগান, পরিবেশ বাঁচান- এই বার্তা দেওয়া হয়।