এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

World Day Against Trafficking 2022 : নিজের বিয়ে নিজেই রুখে রোল মডেল ছাত্রীরা, বহরমপুরে পুলিশের সামনে নিজেদের গল্প শোনাল মেয়েরা

Published on: July 30, 2022
World Day Against Trafficking

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নিজের বিয়ে রুখে কেঊ কন্যাশ্রী যোদ্ধা।অন্যের বিয়ে রুখে রোল মডেল। নাবালিকা বিয়ে রুখতে পুলিসের সামনে নিজেদের কথা গর্ব করে শোনালেন মুর্শিদাবাদ জেলার ছাত্রীরা।কারও কথায় উঠে এলো, জোর করে পরিবারের লোকেরাই বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে। পড়াশুনো করেছে। বাবার মৃত্যুর পর তার বিয়ে দেওয়ার জন্যে কিরকম চাপ এসেছিলো এক ছাত্রীর কথায় সেই কথা উঠে এলো । সেরকমই হরিহরপাড়ার এক ছাত্রী জানায়, ১৭ বছর বয়সে তার বিয়ে ঠিক হয়েছিল। স্বেচ্ছাসেবী সংস্থার ফোন নম্বর যোগাড় করে তার প্রচেষ্টাতে এই বিয়ে আটকায়। এখন সে স্নাতক স্তরের পড়াশুনো করছে। শনিবার মুর্শিদাবাদ জেলা পুলিসের উদ্যোগে জেলা পরিষদের প্রেক্ষাগৃহে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং দিবস বা মানব পাচার বিরোধী দিবসে শিশু, নারী পাচার রুখতে সচেতনতার জন্যে ওই অনুস্থান হয়। পুলিস, স্বেচ্ছাসেবী সংস্থা, কন্যাশ্রীরা সবাই মিলে এই বিষয়ে এক ছাতার তলায় লড়াইয়ের ডাক দেয়। অনুষ্ঠানে সচেতনতার জন্যে অতিরিক্ত এসপি ট্রাফিক পাপিয়া সুলতানা বলেন, স্কুল ড্রপ আউট হয়ে কেউ যদি মনে করে বিয়ে করে সব স্বপ্ন সফল হবে তাহলে তা ভুল। যদি ১৮ বছর পর্যন্ত বয়েস পর্যন্ত পড়াশুনো করি তাহলে স্পষ্ট হয়ে যাবে কে ঠিক বলছে, আর কে ভুল বলছে । সেই মানসিক পূর্ণতা চলে আসবে। নাবালিকা বিয়ে হলে মানসিক ও শারীরিকভাবে তা খারাপ হবে। কারও দ্বারা প্রতারিত হওয়ার সুযোগ না দিয়ে অপেক্ষা করতে হবে। অনুষ্ঠানে বিয়ে রুখে দেওয়া এক কন্যাশ্রী অন্য ছাত্রীদের এই বিষয়ে সঙ্কল্পবদ্ধ হওয়ার পাঠ করান। ছাত্রীর কথায়, তারা যেন ভুল পথে পা না বাড়ান।সেসময় অনুষ্ঠানে উপস্থিত সবার হাততালিতে ভরে যায় ওই হল। আবার চাকরির প্রতিস্রুতি দিয়ে কেঊ যেন মহিলাদের ভুল পথে নিয়ে যেতে না পারে সে বিষয়ে সচেতন হওয়ার কথা উঠে আসে সেখানে। অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও দেখানো হয়। কীভাবে এর প্রতিরোধ সম্ভব তা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি লালবাগ তন্ময় সরকার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now