নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ছেলে রাগ করে পালিয়ে গিয়েছিল। সেই ছেলেকে খুঁজে আনতে গিয়ে প্রাণ গেল মায়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রেজিনগর স্টেশনে। স্থানীয় সূত্রে জানা যায়, খড়গ্রামের সাদল এলাকার বাসিন্দা হাওয়া বিবি ছেলেকে খুঁজতে মঙ্গলবার সকালে ট্রেনে করে রেজিনগরে পৌঁছান।
ফিরতি পথে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।