এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Winter tips কম্বল কেনার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ বিষয়? যত্নও নিন নিয়ম মেনে

Published on: December 13, 2024
Winter tips
Winter tips  ডিসেম্বর December মানে জাঁকিয়ে শীত। শীত মানেই সারাদিনের কর্মব্যস্ততার পর কম্বল বা লেপ গায়ে জড়িয়ে আরামদায়ক ঘুম। সেক্ষেত্রে পুরনো কম্বলে শীত না কাটলে চাই নতুন ব্ল্যাঙ্কেট। কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে এখন মার্কেটে বা দোকানে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্ল্যাঙ্কেটের কালেকশন নিয়ে আসছেন বিক্রেতারাও। বাজার চলতি বিভিন্ন লেপ-কম্বল Quilts and blankets ভিন্ন ধরনের হওয়ার কারনে নিজের প্রয়োজন অনুযায়ী সঠিকটা বেছে নেবেন কীভাবে? বছরভর বন্দি থাকার পর পুরনো লেপ কম্বলের যত্নই বা নেবেন কীভাবে?

Winter tips  প্রথমেই জেনে নিন কীভাবে বুঝবেন কোন ধরনের কম্বল বেশী আরামদায়ক?

Winter tips   সুতির কম্বল হালকা ও নরম হয় ঠিকই তবে খুব বেশী ঠাণ্ডা আবহাওয়ায় বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারির কনকনে ঠাণ্ডায় সুতির কাপড়ের কম্বল ভালো কাজ করেনা। কোমলতা আর উষ্ণতা একসাথে স্পর্শ করতে চাইলে পছন্দের তালিকায় রাখতে পারেন কাশ্মীরের Kashmir কম্বল বা পশমিনা Pashmina কম্বল। আসলে লেপ -কম্বল কেনার সময় দেখতে হবে সেটি কতটা উষ্ণতা দেয়। আর যদি কম্ফোর্টার গায়ে দিতে চান তাহলে একটু বড় মাপের নেওয়াই ভালো। এছাড়াও সাধ্যের মধ্যেই সুন্দর দেখতে প্রচুর রকমের ব্ল্যাঙ্কেট এখন দোকানে দোকানে।

Tips to take care of quilts and blankets

Winter tips  এরপর আসা যাক যত্নের কথায়। শীতে লেপ কম্বল ব্যবহার হয় মাত্র দু থেকে তিন মাস, সারা বছরই তোলা থাকে আলমারিতে। তাই ব্যবহারের আগেই সেগুলি প্রথমে রোদে দিন। শীতের কম্বল হোক বা সোয়েটার, বাড়িতে কাঁচলে কখনই কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। পরিবর্তে তরল ডিটারজেন্ট ব্যবহার করুন। লেপ শিমুল তুলোর হলে ধোঁয়া তো দুরের কথা ড্রাই ওয়াশও করা যায়না। এক্ষেত্রে লেপ ভালো করে টানা রোদে দেওয়াই ভালো। লেপ বা কম্বল পরিস্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই রোদে দিয়েই ব্যবহার করুন। ব্যবহারের মাঝে মাঝেই রোদে দেওয়ার অভ্যাস বজায় রাখুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now