এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Wild Boar Attack বুনো শুয়োরের আক্রমনে গুরুতর আহত দুই শ্রমিক

Published on: August 3, 2024
Wild Boar Attack

Wild Boar Attack মাঠে কাজ করতে গিয়ে রানিতলা থানার নির্মলচর এলাকায় বুনো শুয়োরের আক্রমনে (Wild Boar Attack) গুরুতর আহত হলেন দুই শ্রমিক। এর মধ্যে একজন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে নির্মলচর এলাকায় শুক্রবার দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মার ধারে জমিতে পাট কাটছিলেন শ্রমিকেরা।

সেই সময় একটি বুনো শুয়োর তাদের উপর হামলা করে । গুরুতর আহত হন দুজন। এর মধ্যে একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ও অন্যজনকে রানিনগরে পাঠান হয় চিকিৎসার জন্য। আহতদের অভিযোগ এলাকায় বুনো শুয়োরের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এতেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now