Mosiur Rahaman of Sagardighi মসিউরের মসিহা কে? দলকেও থোরাই কেয়ার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতির!

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিনিধি, ২ সেপ্টেম্বরঃ একাধিকবার অভিযোগ। থানায় দায়ের এফআইআর।  দলীয় ভাবেও পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে।  এই নির্দেশ খোদ শাসকদলের। এতকিছুর পরেও নট নড়ন চড়ন মুর্শিদাবাদের সাগরদিঘি Sagardighi পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের Mosiur Rahaman।  ওই এলাকায় তাতেই শুরু হয়েছে নানা জল্পনা। চলছে নানা গুঞ্জন। কোন সাহসে এভাবে কাওকেই তোয়াক্কা করছেন না সভাপতি!

গত ২৭ আগস্ট পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে।  জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান চিঠি দেন। তাতে স্পষ্ট জানান,  সাগরদীঘি ব্লকের কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রসঙ্গে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জী ২৮  আগস্টের মধ্যে  ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন।  পার্টির নির্দেশকে সম্মান জানিয়ে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।  ২৯ আগস্ট বহরমপুরে ফের নিজের অবস্থান স্পষ্ট করেন খলিলুর রহমান।  তিনি জানান, ‘পার্টির  নির্দেশকে সম্মান দিয়ে সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  চিঠি দিয়ে, ফোন মারফৎও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।   কিন্তু থোরাই কেয়ার মসিউরের। এখনও ইস্তফা দিলেন না।  ২ সেপ্টেম্বরেও দলীয় ভাবে তাঁর ইস্তফার কোন খবর প্রকাশ্যে এলো না।  প্রশ্ন উঠছে তাহলে কি দলের নির্দেশ এড়িয়ে যাচ্ছেন মসিউর ? কেন? সেখানেই পার্টির নিচুতলার কর্মীদের মধ্যে গুঞ্জন মসিউরের মসিহা কে?

প্রসঙ্গত, মসিউর বিতর্কের সূত্রপাত গত জুলাই মাসে।  গত ২৭ জুলাই, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা সাগরদীঘি থানায় অভিযোগ করেন।  অভিযোগ, ২৪ জুলাই সাগরদিঘি বাসস্ট্যান্ডে তাঁকে ও তাঁর স্বামীকে গালিগালাজ করেন সভাপতি।  ২৫ জুলাইও একই ব্যবহার করেন বলে অভিযোগপত্রে জানান কর্মাধ্যক্ষা।  ভারতীয় সংবিধানের Tribal Act 1989 ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।  সভাপতির বিরুদ্ধে এসসি অ্যান্ড এসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দায়ের হয় এফআইআর FIR।  সভাপতির বিরুদ্ধে একাধিক বার পথে প্রতিবাদ কর্মসূচি হয়।

এর আগেও গত ৪ মার্চ সভাপতি মসিউর রহমানের (Mosiur Rahaman of Sagardighi) বিরুদ্ধে সাগরদিঘি থানায় হয় এফআইআর।   মসিউরের কীর্তি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।  দলীয় নির্দেশ মানেননি মসিউর! পরবর্তীতে কী পদক্ষেপ নেবে তৃণমূল? মসিউরের কি খেল খতম হবে? না নাটকীয় কোনও মোড় নেবে তাঁর অবস্থান? সব নিয়েই জল্পনা চরমে।