মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রাতের আঁধারে লুকিয়ে শেয়াল। সময় মতো বসাবে থাবা। এরকমই ঘটনা ঘটল লালগোলা ব্লকের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের গৌরিদাসপুরে। একদল মানুষ গিয়েছিলেন ছাগল চড়াতে। ছাগলের পালে লুকিয়ে ছিল শেয়াল। তখনই আক্রমণ করে। কারও মুখ, কারও বা পা। কারও আঙুল ছিঁড়ে নেয়। গুরুতর জখম হয়েছেন এক নাবালক সহ তিনজন।
সূত্রের খবর, রবিবার মাঠে ছাগল চরাতে গিয়ে শেয়ালে আক্রমণ করে কবিরুল সেখ নামে এক বারো বছরের বালককে। তাকে বাঁচাতে গিয়ে আরও দু’জনকে ধরাশায়ী করে ওই শেয়াল। গুরুতর আহত হয়েছেন এক সামসুল হক নামের এক ষাটোর্ধ ব্যক্তি। তাঁর চোখ সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করে ওই ঘাতক শেয়াল। আহত সকলকেই প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিকে লালবাগ মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেয়ালের আক্রমণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।