এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

‘শীতের শ্রাবণ’-এ মুখে চওড়া হাসি মধ্যবঙ্গের গম চাষিদের

Published on: December 7, 2023

মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ নিম্নচাপের জেরে দু’দিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই সময় সর্ষে থেকে ধান চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও গম চাষিদের মুখে চওড়া হাসি।

মঙ্গলবার দুপুরে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘুর্ণিঝড় ‘মিগজাউম’। যার প্রভাব পড়েছে কয়েকশো কিলোমিটার দূরের বাংলাতেও। এই ঘূর্ণি ঝড়ের জেরে বুধবার থেকেই মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে বৃষ্টি। রাতভর চলছে নিম্নচাপের বৃষ্টি। রবি মরসুমে এই বৃষ্টির জেরে মাঠে মারা যেতে বসেছে সর্ষে থেকে ধান চাষ। অনেক জমিতেই এখনও ধান পড়ে। সেই ধান ঘরে উঠবে কী করে তা নিয়ে চিন্তায় চাষিরা। ধানের পাশাপাশি সর্ষে চাষিদেরও মাথায় হাত পড়েছে।

তবে অকাল বৃষ্টিতে এই বৃষ্টিতে মুখে হাসি ফুটেছে গম চাষিদের। এই বৃষ্টিতে গম চাষে সেচের খরচ করবে বলেই মনে করছেন চাষিরা। এই বৃষ্টি একদিকে যেমন চাষিদের মুখ ভার অন্যদিকে গম চাষে লক্ষ্মীলাভ দেখছেন অনেকেই। বৃষ্টির পরপর গমের জমিতে সার দিতে ব্যস্ত চাষিরা। শীতে অকাল বৃষ্টিতে একদিকে চাষিদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেলেও গম চাষিদের পক্ষে কিছুটা স্বস্তিও দিচ্ছে এই ‘শীতের শ্রাবণ’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now