WhatsApp এ পেয়ে যান কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট

Published By: Madhyabanga News | Published On:

খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যান কোভিড ভ্যাকসিনের শংসাপত্র। ভ্যাকসিনের পরিষেবায় নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, কোভিড টিকাকরণের সার্টিফিকেট ডাউনলোড করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

কোনও ব্যক্তি কোভিড ভ্যাকসিন নিয়েছেন কিনা তা জানতে তার প্রমাণস্বরূপ এই শংসাপত্র দেয় সরকার। বিভিন্ন সময় বিভিন্ন কাজে সেটা প্রয়োজন। বিশেষত ভ্রমণের ক্ষেত্রে যেমন, বিমানে করে কোথাও গেলে বা কিছু কিছু mall এ ঢোকার জন্য দরকার হয় এই সার্টিফিকেট। হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক থেকে সেকেন্ড এর মধ্যে ডাউনলোড করুন সার্টিফিকেট।

এর জন্য প্রথমে +91 9013151515 নম্বর সেভ করুন মোবাইল ফোনে। হোয়াটসঅ্যাপ থেকে এই নম্বরে “covid certificate” টাইপ করে পাঠিয়ে দিন। আপনার মোবাইলে আসবে ওটিপি।  সর্বশেষে ওটিপি লিখুন। ব্যাস! কয়েক সেকেন্ডের মধ্যে সার্টিফিকেট পেয়ে যান।