West Bengal College Admission শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির মেরিট লিস্ট। কিন্তু এরপর কীভাবে কলেজে ভর্তি হবেন ছাত্রছাত্রীরা ? শুক্রবার থেকেই কেন্দ্রীয় পোর্টালের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে সিট অ্যালটমেন্ট। মেধাতালিকা দেখার জন্য ক্লিক করতে হবে wbcap.in –এই ওয়েবসাইটে। তারপর লগ ইন করার পর যেতে হবে ড্যাশবোর্ডে।
যদি আসন বরাদ্দ হয় সেটা দেখা যাচ্ছে ড্যাশবোর্ডে। ১৮ জুলাই অবধি খোলা থাকবে Admission window ।
মেধা তালিকা প্রকাশের সঙ্গে একটি আবেদনকারীর মেরিট ইনডেক্স এবং তার পছন্দের সূচির উপর নির্ভর করে তাকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কেবলমাত্র একটি নির্দিষ্ট কোর্সের জন্য আসন বরাদ্দ করা হবে ৷ ড্যাশবোর্ডে দেখা যাবে বরাদ্দ কলেজ, কোর্সের ডিটেলস। প্রতিটা প্রেফারেন্সেই দেখা যাবে Allocation List ।
প্রতি কলেজে প্রতি কোর্সের মেরিট লিস্ট থাকে। বেশি মেরিট ইনডেক্স থেকে ক্রমশঃ কম মেরিট ইনডেক্স – এইভাবে মেরিট লিস্ট তৈরি হয়।
প্রভিশনাল অ্যাডমিশনের জন্য আসন সংরক্ষিত না অসংরক্ষিত সেটি সিলেক্ট করতে হবে।
পরবর্তী রাউণ্ডে প্রেফারেন্স লিস্টে অটোআপগ্রেডেশন চাইলে সেই অপশনেও “ইয়েস” নির্বাচন করতে হবে।
এরপর প্রভিশনাল অ্যাডমিশনের জন্য “প্রসীড” অপশনে ক্লিক করতে হবে।
ভর্তি নিশ্চিত করতে “প্রসিড ফর পেমেন্ট” অপশনে ক্লিক করতে হবে।
এরপর করতে হবে পেমেন্ট। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই’এ করা যাবে পেমেন্ট।
পেমেন্ট সফল হলে দেখানো হবে মেসেজ।
ড্যাশবোর্ডেও যে কোর্সেস স্ট্যাটাস “Allotted” দেখানো হচ্ছিল। সেখানে “Admitted” দেখানো হবে।
ড্যাশবোর্ড থেকেই ডাউনলোড করা যাবে প্রভিশনাল অ্যাডমিশন স্লিপ।
আপগ্রেডেশনের পর অন্য কলেজ বরাদ্দ হলে সেটাও দেখা যাবে ড্যাশবোর্ডে।
অয়াডমিশনের পর জানানো হবে, কবে যেতে হবে কলেজে। সেই মতো কলেজে হবে ডকুমেন্টের ভেরিফিকেশন। তারপর সম্পূর্ণ হবে ভর্তি প্রক্রিয়া। এভাবেই অনলাইনে চলবে ভর্তিপ্রক্রিয়া।