Weather Report বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। মাঝে মধ্যেই গর্জন শোনা যায় মেঘের। সকাল গড়িয়ে একটু বেলা হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় বৃষ্টি। এদিন এমনই আবহাওয়া মুর্শিদাবাদ জুড়েই। শহর বহরমপুরেও আবহাওয়ার রূপ একই। সকাল থেকেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি।
Weather Report পূর্বাভাস ছিলই, সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। কোথাও কোথায় হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে দুপুর অবধি। চৈত্রের অকাল বর্ষনে ভিজেছে জেলার বিভিন্ন জায়গা। শনিবার বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে বেশ কিছুটা কমেছে তাপমাত্রাও।
Weather Report অন্যদিকে আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মরশুমের প্রথম কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে ব্যাপক এলাকা জুড়ে। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত এমনই চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।