এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Weather Report : বহরমপুর রোদ উধাও। আবহাওয়া অফিস বলল, বাড়বে শীত

Published on: December 9, 2024
Weather Report

WeatherReport: ডিসেম্বরেই প্রথম সপ্তাহে পেরোতেই শীত বাড়ছে বহরমপুরে Berhampore । ভোর থেকেই কুয়াশায় ঢাকছে বহরমপুর। সোমবার সকাল থেকেই শহরে ছিল হালকা কুয়াশার চাদর। আকাশও ছিল অংশত মেঘলা। সকালে দেখা মেলেনি সুর্যের রোদের বহরমপুরের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম । গোরাবাজার কলেজ ঘাট থেকে মোহন মোড়, স্কোয়ার ফিল্ড ছিল হালকা কুয়াশা Fog । তবে শীতের সকালেও ছিল প্রাতঃভ্রমণকারীদের ভিড়।

Weather Report শীতের খবর – শীতেও ত্বক থাকবে উজ্জ্বল

WeatherReport: আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বহরমপুরে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি অবধি। আগামী পাঁচ দিন আরও কমবে তাপমাত্রা। সোমবার সুর্যাস্ত হবে মঙ্গলবার সকালেও ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now