WBP Admit Card পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট থেকেই। ৮ ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর ( Application No ) এবং জন্মের তারিখ লিখলে ডাউনলোড করা যাচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার জন্য। ৩০ নভেম্বর ২০২৫ হবে পরীক্ষা।
নীচের বক্সের মতো যায়গায় তথ্য দিতে হবে। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
| ||||||||||||
সোমবারই West Bengal Police Recruitment Board (WBPRB) প্রকাশ করেছে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার এই অ্যাডমিট কার্ড। যারা আবেদন করেছিলেন, তারা এখন নিজেদের admit card ডাউনলোড করতে পারবেন wbpolice.gov.in ওয়েবসাইট থেকে।
পরীক্ষার হলে এই অ্যাডমিট কার্ড ছাড়া কোনও পরীক্ষার্থীকে ঢুকতেই দেওয়া হবে না । কড়া ভাবে জানানো হয়েছে, Admit card ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে—কার্ডে ছাপানো সব তথ্য যেমন নাম, রোল নম্বর, ছবি, পরীক্ষা কেন্দ্র ও রিপোর্টিং সময় ভালো করে মিলিয়ে দেখতে। কোনও ভুল থাকলে দ্রুত পরীক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
WBP Constable Written Examination অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর ২০২৫, রাজ্যের একাধিক পরীক্ষাকেন্দ্রে। এই পরীক্ষার মাধ্যমে মোট ১১,৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর—WBPRB/NOTICE – 2024/13 (CONS._WBP_24)-অনুযায়ী প্রার্থীরা আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের Physical Measurement Test (PMT) ও Physical Efficiency Test (PET)-এর জন্য ডাকা হবে।
প্রার্থীদের WBPRB-র অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশিকা ও পরীক্ষার পরের ধাপের আপডেট জানার জন্য।















