এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

WB Teacher Recruitment: পুজোর আগেই নিয়োগ চাই, বহরমপুরে প্রতিবাদ চাকরি প্রার্থীদের

Published on: July 28, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। বিক্রি হয়েছে চাকরি! যারা যোগ্য তারা ঘুরছে পথে ঘাটে রাস্তায়! উঠছে অভিযোগ। এর মাঝেই বহরমপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালে প্রাথমিক টেট পাস প্রশিক্ষিত প্রার্থীদের অভিযোগ, যোগ্য প্রার্থী হয়েও জোটে নি চাকরি। ২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দুবছর পরেও সেই প্রতিশ্রুতি পূরন হয় নি। আজ চাকরি প্রার্থীরা বলছেন, টাকা নেওয়া বন্ধ করতে হবে , শিক্ষকদের নিয়োগ করতে হবে । প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দাবি, যোগ্য হয়েও ২০২২ এও তাদের জোটেনি চাকরির নিয়োগ পত্র। বছরের পর বছর ধরে কার্যত হতাশায় শিক্ষিত বেকার যুবক যুবতীরা আবারো পথে নেমে জানালেন প্রতিবাদ। বৃহস্পতিবার এই প্রতিবাদ দেখল শহর বহরমপুর।

২০১৪ প্রাইমারি টেট কোয়ালিফায়েড ট্রেইন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চ এদিন মিছিল ডেকেছিল । স্লোগান দিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়োগের দাবিতে হন সোচ্চার চাকরি প্রার্থীরা। ব্যারাকস্কোয়ার ময়দান থেকে চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয় এদিন বেলা ১২ টা নাগাদ। এদিনের মিছিল বিক্ষোভে শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, দিনাজপুর, বর্ধমান বিভিন্ন জেলা থেকেও চাকরি প্রার্থীরা যোগ দেন। মিছিল করে পঞ্চাননতলায় ডিপিএসসি তে ডেপুটেশন কর্মসূচি চাকরি প্রার্থীদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now