এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

WB Police Exam কড়া নিরাপত্তায় পুলিশে নিয়োগের পরীক্ষা শুরু। ২০০- ১৫০ কিলোমিটার দূরে এলেন পরীক্ষা দিতে

Published on: November 30, 2025
WB Police Exam

WB Police Exam কড়া নিরাপত্তায় পুলিশে নিয়োগের পরীক্ষা শুরু। কেউ ২০০ কেউ ১৫০ কিলোমিটার দূরে এলেন পরীক্ষা দিতে।  এই পরীক্ষার মাধ্যমে মোট ১১,৭৪৯টি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর—WBPRB/NOTICE – 2024/13 (CONS._WBP_24)-অনুযায়ী প্রার্থীরা আবেদন করেছিলেন।  লিখিত পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের Physical Measurement Test (PMT) ও Physical Efficiency Test (PET)-এর জন্য ডাকা হবে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বন্ধ হয়ে গেল তিনটি প্রাথমিক স্কুল

WB Police Exam পুলিশে নিয়োগের পরীক্ষায় কড়া নিরাপত্তা

মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য পরীক্ষার চলছে কঠোর নিরাপত্তার মধ্যেই। হরিহরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, একমাত্র অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারছেন। সাড়ে আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। ফ্রিস্কিং হচ্ছে। ভিডিওগ্রাফি হচ্ছে। বায়োমেট্রিক অ্যাটেনডেন্ট হচ্ছে। অ্যাডমিট কার্ডে হলোগ্রাম স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, অনেক দূর থেকে পরীক্ষার্থীরা এসেছেন।

 

WB Police Exam Line

এদিন সকালেই হরিহরপাড়া হাইস্কুলে পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষার্থী রকি মন্ডল  জানান, মালদার মানিকচক থেকে এসেছি। সকাল সাড়ে ছ’টা নাগাদ চলে এসেছি।   শুধু অ্যাডমিট আর আধার কার্ড নিয়ে যেতে দিচ্ছে। তারপর ছবিও তোলা হচ্ছে। ওয়াহেদুর রহমান জানান, তিনিও মালদা থেকে এসেছেন। জানা যাচ্ছে মালদার দূরের গ্রাম থেকে আসতে অনেকেই সন্ধ্যাতেই বেড়িয়ে এসেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now