WB Merit List ১২ জুলাই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির মেধাতালিকা। কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালে প্রকাশিত হবে মেরিট লিস্ট। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তরের Department of Higher Education পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় পোর্টালের ড্যাশবোর্ডে দেখা যাবে সিট অ্যালটমেন্ট। মেধাতালিকা দেখার জন্য ক্লিক করতে হবে wbcap.in –এই ওয়েবসাইটে। তারপর যেতে হবে ড্যাশবোর্ডে।
৭ জুলাই পর্যন্ত আবেদন করা গিয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে । ৭ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৩৪ লক্ষেরও বেশি। ৫ লক্ষ ২৭ হাজার পড়ুয়া ভর্তির আবেদন করেছেন। আবেদন অনুযায়ী আজ প্রকাশিত হবে প্রকাশিত হবে মেধাতালিকা। মেধাতালিকার সিরিয়াল অনুযায়ী কলেজে ভর্তির সুযোগ পাবে পড়ুয়ারা। অনলাইনে ভর্তির পর কলেজে হবে নথির ভেরিফিকেশন।