WB Flood Politics: বন্যা নিয়ে অধীরকে আক্রমণ অপূর্বর। এল জবাব

Published By: Imagine Desk | Published On:

WB Flood Politics রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা।  বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে Adhir Ranjan Chowdhury  আক্রমন করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল All India Trinamool Congress  সভাপতি অপূর্ব সরকার। অপূর্বর অভিযোগ- ‘ডিভিসির জল ছাড়া নিয়ে কিছু বলেন না অধীর।’ তিনি বলেন, ” বিজেপির হয়ে কথা বলছেন অথচ গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ নিয়ে কেন প্রতিবাদ করেন না? ভোটে না পেরে বিজেপিকে দিয়ে শায়েস্তা করতে চাইছেন? ।” কান্দিতে সাংবাদিক বৈঠক করে এভাবেই কড়া ভাষায় অধীরকে আক্রমণ করেন তৃণমূল নেতা।

WB Flood Politics- Dhulian Ferry closed উত্তাল গঙ্গায় বিপদ এড়াতে ধুলিয়ানে বন্ধ করা হল ফেরিঘাট

WB Flood Politics দিন কয়েক আগেই- রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন অধীর চৌধুরী। ম্যান মেড বন্যা তত্ত্ব উড়িয়ে অধীর অভিযোগ করেন- ‘ উইম্যান মেড বন্যা’ র । তারই পাল্টা অধীরের সমালোচনায় সরব তৃণমূল। যদিও তৃণমূলের কটাক্ষকে আমল দিতে নারাজ কংগ্রেস শিবির। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের কটাক্ষ, ” অপূর্ব সরকারের মতো নেতারা দীর্ঘদিন অধীর চৌধুরীর ছায়ায় থেকে অধীর চৌধুরীর নাম নিয়ে প্রচারের আলোয় থাকতে চায়।”