এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

জঙ্গিপুরে জলমগ্ন মার্কেট কমপ্লেক্স থেকে বাসবাড়ি, নিশানায় পুরসভা

Published on: December 19, 2023

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ মঙ্গলবার বেলা তিনটে। হঠাৎ হুড়মুড়িয়ে জল ঢুকল বাড়িতে। রান্নাঘর থেকে শোবার ঘরে জল থৈ থৈ। জল ঢুকেছে দোকানেও। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় চলছে অমৃত প্রকল্পের পানীয় জলের লাইন টেস্টিংয়ের কাজ। সেই মতোই কাজ করতে গিয়ে জঙ্গিপুর পুর এলাকার ২০ নম্বরে ঘটে বিপত্তি। স্থানীয় ফুলতলা মার্কেট কমপ্লেক্সের নিচ তলার প্রায় ১৫ টি দোকান ও ৩ টি বাস বাড়ির মধ্যে জল ঢুকে যায়। পাইপ লাইনের ভাল্ব খোলা থাকায় এই বিপত্তি মনে করছেন স্থানীয়রা। পুরসভার কাজের গাফিলতির জেরে এই জলমগ্ন অবস্থা হয়েছে অভিযোগ স্থানীয়দের। ভরা শীতে হঠাৎ বাড়িতে জল ঢুকে যাওয়ায় অস্বস্তিতে বাসিন্দারা।

ঘটনার পরে নিজেরাই বালতি, মগ নিয়ে জল নিকাশির কাজে হাত লাগান। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান। সেখানে নিয়ে সত্ত্বর জল নিকাশি করার আশ্বাস দেন তিনি।

মফিজুল ইসলাম বলেন, ভুলবসত পাইপের ভাল্ব বন্ধ না করেই জল ছাড়া হয়েছে, তাই এই বিপত্তি ঘটেছে। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now