Waste Management: ভাবতায় বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহ করবে গাড়ি

Published By: Imagine Desk | Published On:

Waste Management বেলডাঙার ভাবতা-১ গ্রাম পঞ্চায়েতে, পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করার জন্য সূচনা হল বর্জ্য সংগ্রহকারী যানের। সোমবার ভাবতা-১ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তিনটি এই বর্জ্য সংগ্রহকারী যান দেওয়া হয়। এই গাড়ি গুলি পৌঁছে যাবে এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি।

এছাড়াও বাড়ি বাড়িতে দু’রকমের ডাস্টবিন দেওয়ার ব্যবস্থাও করা হয়। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের উপস্থিতিতে ভাবতা-১ গ্রাম পঞ্চায়েতের সামনে এই গাড়ি গুলির সূচনা করা হয়।

ভাবতা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ হাবিবুর রহমান জানান, “পচন এবং অপচনশীল বর্জ্য পদার্থ তোলার জন্য এই ব্যাটারি চালিত। আজ থেকে তিনটি গাড়ি সমস্ত গ্রাম জুড়ে বেরোবে”।