এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Waqf Adhir Chowdhury ওয়াকফ নিয়ে সরব মমতা, পাল্টা সুর চড়ালেন অধীর

Published on: December 3, 2025
Wakf Adhir Mamata

Waqf Adhir Chowdhury ওয়াকফ-চ্যালেঞ্জ মমতার, কটাক্ষ অধীরের। মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,  কোনও কোনও সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে। ওয়াকফ সম্পত্তির  বিজেপির কেন্দ্রীয় সরকার আইন করেছে।  আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন। মুখ্যমন্ত্রী আরও বলেন, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমি সব ধর্মকে ভালবাসি।

আরও পড়ুনঃ Migrant Workers: একজনও এখনও টাকা পায়নি মুর্শিদাবাদে,অপেক্ষায় শ্রমিকরা 

Wakf Mamata Adhir

Waqf Adhir Chowdhury এই নিয়ে পাল্টা সাংসদ  অধীর চৌধুরী (Adhir Chowdhury) বেলডাঙায় বলেন, মুসলিম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন এই বাংলার মুসলিম সমাজ মমতাকে উপযুক্ত জবাব দেবেন।

Waqf Adhir Chowdhury ওয়াকফ বিলকে সামনে রেখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূল, বিরোধিতায় কংগ্রেস। বুধবার মালদার গাজলে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিধানসভায় আমরা এর বিরুদ্ধে প্রস্তাব এনেছি, সুপ্রিম কোর্টেও মামলা করেছি। কেসও চলছে। তাছাড়া আমরা যতদিন আছি, এ সব জায়গায় আমি কাউকে হাত দিতে দেব না। বুধবার বিকেলেই বেলডাঙায় মিছিল করে কংগ্রেস। নেতৃত্ব দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বড়ুয়া মোড়ে কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিল পাঁচরা মোড় হয়ে, রবীন্দ্রমূর্তি মোড়, ছাপাখানা মোড়, থানার মোড় হয়ে ফের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানেই ওয়াকফ নিয়ে সুর চড়ান অধীর, নিশানায় মুখ্যমন্ত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now