voter rolls পরিযায়ী শ্রমিকরাও কীভাবে ২০০২ সালের ভোটার লিস্টে নাম দেখবেন ? সব কাজ ছেড়ে বাড়ি ফিরে এসে কি বিএলওকে খুঁজে বের করতে হবে ? একদমই নয়। হাতের স্মার্ট ফোন থেকেও দেখা যাবে যে কোন বুথের ভোটার লিস্ট। কীভাবে ? সেই সন্ধান দিতেই এই প্রতিবেদন
আরও পড়ুনঃ Murshidabad SIR মুর্শিদাবাদে BLO দের SIR নিয়ে ট্রেনিং’এ কী হল ?
voter rolls এসআইআর ঘোষণার পর নতুন ওয়েবসাইট প্রকাশ করেছে রাজ্যের নির্বাচন কমিশন ( West Bengal election commission New Website) । মোবাইল ফোন থেকেও সেই সেই ওয়েবসাইটে গেলে সহজেই ডাউনলোড করা যাবে পশ্চিমবঙ্গের সব জেলার ২০০২ সালের ভোটার লিস্ট। SIR এর ক্ষেত্রে ভোটার লিস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই ২০০২ সালের ভোটার লিস্টে নিজের এবং পরিবারের সদস্যদের নাম মেলাতে শুরু করেছেন।
voter rolls কীভাবে দেখা যাবে ২০০২ সালের ভোটার লিস্ট ?
আপনি যদি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হন। আর ২০০২ সালের ভোটার লিস্ট খোঁজেন তাহলের নীচের তালিকা থেকে আপনার বিধানসভার নাম সিলেক্ট করুন। নাম সিলেক্ট করলে মুর্শিদাবাদের ২০০২ সালের সব বিধানভার নাম পেয়ে যাবেন।
voter rolls – ELECTORAL ROLL 2002 (Voter List) DISTRICT : Murshidabad
এছাড়াও আপনি নাম খুঁজতে গেলে নির্বাচন কমিশনের সাইটে নাম খুঁজতে পারেন। প্রথমে মোবাইল ফোনের গুগল ক্রোমে যেতে হবে। এরপর সেখানে লিখুন ceowestbengal এরপর অনেকগুলি অপশন পাবেন এর মধ্যে আপনাকে সঠিক সাইটে ক্লিক করতে হবে। সঠিক ওয়েবসাইটটি হলঃ ceowestbengal.wb.gov.in
voter rolls এরপর এরপর খুলে যাওয়া ওয়েবসাইটে Electoral Roll of SIR 2002 – লেখায় ক্লিক করুন। ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে যেখানে সব জেলার নাম রয়েছে।
আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?
এরপর সব জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে নিজের জেলা সিলেক্ট করে নিন।
এরপর সঠিক জেলা নির্বাচন করতে হবে। বিধানসভা সিলেক্ট করলেই বুথের তালিকা খুলে যাবে। সেই তালিকা থেকে আপনার বুথ সিলেক্ট করুন। পেয়ে যাবেন আপনার বুথের তালিকা।















