এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

voter rolls ফোনেই ২০০২ সালের ভোটার লিস্ট পেয়ে যান বাংলায়

Published on: November 3, 2025
voter rolls 2002 bengali in phone

voter rolls পরিযায়ী শ্রমিকরাও কীভাবে ২০০২ সালের ভোটার লিস্টে নাম দেখবেন ? সব কাজ ছেড়ে বাড়ি ফিরে এসে কি বিএলওকে খুঁজে বের করতে হবে ? একদমই নয়। হাতের স্মার্ট ফোন থেকেও দেখা যাবে যে কোন বুথের ভোটার লিস্ট। কীভাবে ? সেই সন্ধান দিতেই এই প্রতিবেদন

আরও পড়ুনঃ Murshidabad SIR মুর্শিদাবাদে BLO দের SIR নিয়ে ট্রেনিং’এ কী হল ?

voter rolls এসআইআর ঘোষণার পর  নতুন ওয়েবসাইট প্রকাশ করেছে রাজ্যের নির্বাচন কমিশন ( West Bengal election commission New Website) । মোবাইল ফোন থেকেও সেই  সেই ওয়েবসাইটে গেলে  সহজেই ডাউনলোড করা যাবে পশ্চিমবঙ্গের সব জেলার ২০০২ সালের ভোটার লিস্ট। SIR এর ক্ষেত্রে ভোটার লিস্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই ২০০২ সালের ভোটার লিস্টে নিজের এবং পরিবারের সদস্যদের নাম মেলাতে শুরু করেছেন।

voter rolls কীভাবে দেখা যাবে ২০০২ সালের  ভোটার লিস্ট ?

আপনি যদি  মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হন। আর  ২০০২ সালের ভোটার লিস্ট খোঁজেন তাহলের নীচের তালিকা থেকে আপনার বিধানসভার নাম সিলেক্ট করুন। নাম  সিলেক্ট করলে মুর্শিদাবাদের ২০০২ সালের সব বিধানভার নাম পেয়ে যাবেন।

voter rolls – ELECTORAL ROLL 2002 (Voter List) DISTRICT : Murshidabad

AC No.AC Name
50FARAKKA ২০০২ ভোটার লিস্ট 
51AURANGABAD ২০০২ ভোটার লিস্ট 
52SUTI ২০০২ ভোটার লিস্ট 
53SAGARDIGHI ২০০২ ভোটার লিস্ট 
54JANGIPUR ২০০২ ভোটার লিস্ট 
55LALGOLA ২০০২ ভোটার লিস্ট 
56BHAGABANGOLA ২০০২ ভোটার লিস্ট 
57NABAGRAM ২০০২ ভোটার লিস্ট 
58MURSHIDABAD ২০০২ ভোটার লিস্ট 
59JALANGI ২০০২ ভোটার লিস্ট 
60DOMKAL ২০০২ ভোটার লিস্ট 
61NAODA ২০০২ ভোটার লিস্ট 
62HARIHARPARA ২০০২ ভোটার লিস্ট 
63BERHAMPORE ২০০২ ভোটার লিস্ট 
64BELDANGA ২০০২ ভোটার লিস্ট 
65KANDI ২০০২ ভোটার লিস্ট 
66KHARGRAM ২০০২ ভোটার লিস্ট 
67BARWAN ২০০২ ভোটার লিস্ট 
68BHARATPUR ২০০২ ভোটার লিস্ট 

এছাড়াও আপনি নাম খুঁজতে গেলে নির্বাচন কমিশনের সাইটে নাম খুঁজতে পারেন।  প্রথমে মোবাইল ফোনের গুগল ক্রোমে যেতে হবে। এরপর সেখানে লিখুন ceowestbengal এরপর অনেকগুলি অপশন পাবেন এর মধ্যে আপনাকে সঠিক সাইটে ক্লিক করতে হবে। সঠিক ওয়েবসাইটটি হলঃ   ceowestbengal.wb.gov.in

voter rolls এরপর এরপর খুলে যাওয়া ওয়েবসাইটে   Electoral Roll of SIR 2002  – লেখায় ক্লিক করুন।  ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে যেখানে সব জেলার নাম রয়েছে।

আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?

এরপর সব জেলার নাম দেখতে পাবেন। সেখান থেকে নিজের জেলা সিলেক্ট করে নিন।

District
Coochbehar
Jalpaiguri
Darjeeling
Uttar Dinajpur
Dakshin Dinajpur
Malda
Murshidabad
Nadia
North 24 Parganas
South 24 Parganas
Kolkata NW
Kolkata NE
Kolkata SOUTH
Howrah
Hooghly
Purba Medinipur
Paschim Medinipur
Purulia
Bankura
Burdwan
Birbhum

 

এরপর সঠিক জেলা নির্বাচন করতে হবে। বিধানসভা সিলেক্ট করলেই বুথের তালিকা খুলে যাবে। সেই তালিকা থেকে আপনার বুথ সিলেক্ট করুন। পেয়ে যাবেন আপনার বুথের তালিকা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now