Vishwakarma Puja Theme 2025 কলকাতা- সায়রং এক্সপ্রেসে উত্তর-পূর্বে নতুন দিগন্ত খুলেছে। জুড়েছে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার একাধিক স্টেশন। এবার কি তাহলে চলবে ‘ বন্দে ভারত এক্সপ্রেস’? রেলপথে জুড়ে যাবে বেলডাঙা থেকে সায়রং? কৌতূহলের অবসান হল বিশ্বকর্মা পুজোর দিন। বিশ্বকর্মা পুজো মানেই আড়ম্বর, নতুনত্ব আর ভিন্নধর্মী আয়োজন। সেই ধারাতেই নজর কাড়ল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। এ বছর বেলডাঙা রেলওয়ে পুজো কমিটির বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ থিমের পুজো। থিম ‘বন্দে ভারত এক্সপ্রেস’! Vande Bharat Express
Vishwakarma Puja Theme 2025 থিম ‘বন্দে ভারত এক্সপ্রেস’

Vishwakarma Puja Theme 2025 পুজো মণ্ডপকে সাজানো হয়েছে একেবারে বেলডাঙা স্টেশনের আদলে। দেখা মিলেছে প্ল্যাটফর্মের মডেল, ফুটে উঠেছে আধুনিক ট্রেনের রেললাইন ও ইঞ্জিন। জীবন্ত হয়ে উঠেছে বন্দে ভারত এক্সপ্রেসের রূপ। আয়োজক কমিটির দাবি, মানুষের কাছে ট্রেন যেমন দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী, তেমনই দেশের উন্নয়নের প্রতীক। এছাড়াও নতুন এক্সপ্রেস ট্রেন আলোচিত বিষয়। দক্ষিনবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাবে বেলডাঙা স্টেশন ছুয়ে- এই ভাবনাকেই বাস্তব রুপ দেওয়া হয়েছে। তাই এ বছর বিশ্বকর্মার আরাধনায় বন্দে ভারতকে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Vishwakarma Puja Theme 2025 পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। ছোট থেকে বড়, সবাই যেন মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলেন, সত্যিই বুঝি বন্দে ভারত এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে বেলডাঙায়।














