Vishwakarma Puja প্রতি বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। এবারেও ব্যতিক্রম নয়। রাত পোহালেই বুধবার বিশ্বকর্মার আরাধনা Vishwakarma Puja । শিল্প ও কারিগরি বিদ্যার দেবতা বিশ্বকর্মা পুজো মানেই কারখানা, অফিস, দোকান থেকে শুরু করে ছোট-বড় সমস্ত যন্ত্রপাতি ও যানবাহনের পুজো। তাই এইদিনে গাড়ির পুজো করাও শুভ বলে মনে করা হয়। যারা ব্যক্তিগত গাড়ি বাইক রাখেন, তারাও বাড়ি কিংবা গ্যারেজেই ছোট করে পুজো করতে পারেন।
Vishwakarma Puja জেনে নিন ধাপে ধাপে গাড়ির পুজো করার সহজ নিয়ম-
Vishwakarma Puja ১) গাড়ি পরিষ্কার- পুজোর আগে গাড়ি ভালো করে ধুয়ে-মুছে নিন। ভেতর ও বাইরের ময়লা দূর করুন। পরিচ্ছন্ন অবস্থায় দেবতার আরাধনা শুভ ফল দেয়।২) গাড়িতে আলপনা বা রঙিন চিহ্ন- অনেকে গাড়ির সামনে বা বনেটে আলপনা আঁকেন। লাল-হলুদ রঙের সুতো, শঙ্খ, ঘণ্টা দিয়েও গাড়ি সাজানো যায়। ৩) দেবতার প্রতিমা বা ছবি স্থাপন- গাড়ির সামনে বা পুজোর জায়গায় ভগবান বিশ্বকর্মার প্রতিমা/ছবি রাখুন। পাশে কলস, আমপাতা, ধূপ, প্রদীপ ও ফুল রাখুন। ৪) পুজোর উপকরণ- ফুল, ফল, নারকেল, ধূপকাঠি, সিঁদুর, মিষ্টি, দই, চাল, দর্পণ, মালা ইত্যাদি জোগাড় করুন। গাড়ির চাকায় বা বনেটে সিঁদুর ও চন্দন দিয়ে তিলক দিন। ৫) পুজোর নিয়ম- প্রথমে গণেশ বন্দনা করুন।এরপর বিশ্বকর্মা দেবতার মন্ত্রোচ্চারণ করে পুজো করুন। ধূপ-প্রদীপ জ্বালান। নারকেল ফাটিয়ে গাড়ির সামনে রাখুন। ফুল ও মালা দিয়ে গাড়িকে সাজান। ৬) প্রসাদ বিতরণ- পুজো শেষে গাড়িতে চন্দন-সিঁদুর লাগিয়ে আরতি দিন। পরিবারের সদস্য বা সহকর্মীদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। ৭) বিশেষ বিশ্বাস- এইদিনে গাড়ি চালানো বা নতুন গাড়ি কেনা শুভ মনে করা হয়। অনেকেই পুজোর পর গাড়ি ঘুরিয়ে আনেন আশীর্বাদস্বরূপ।
Vishwakarma Puja সঠিক নিয়মে গাড়ির পুজো করলে বিশ্বাস করা হয় যে দুর্ঘটনা ও অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি মেলে, আর ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে গাড়ি দীর্ঘস্থায়ী হয়।
Vishwakarma Puja ভগবান বিশ্বকর্মাকে বলা হয় বিশ্বের প্রথম বাস্তুকার বা ইঞ্জিনিয়ার। কথিত আছে, তিনি তাঁর পিতা ভগবান ব্রহ্মাকে ব্রহ্মাণ্ড তৈরি করতে সহায়তা করেছিলেন। এছাড়াও, বিশ্বকর্মা দেবতাদের অস্ত্র-শস্ত্র, রথ ও শহর নির্মাণও করে দিয়েছিলেন। হিন্দু পুরাণে, বিশ্বকর্মাকে শিল্পকলার দেবতা বলে মনে করা হয়। রাবণের সোনা দিয়ে লঙ্কা রাজ্য ও শ্রী কৃষ্ণের দ্বারকা নগরীও ভগবান বিশ্বকর্মা করেছেন। তাঁকে সন্তুষ্ট করতে চলছে প্রস্তুতি।