Lalgola News: আবার বিতর্কে লালগোলা থানার পুলিস, ভাঙচুর পুলিসের গাড়ি

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মহালয়ার সন্ধ্যায় পুলিসের সঙ্গে গণ্ডগোল লালগোলার বাসিন্দাদের। পদ্মার সামনে বসে থাকা স্থানীয়দের সঙ্গে পুলিসের বচসা। তা থেকে ধস্তাধস্তি। পুলিসের একটি গাড়ি ভাঙচুর করল স্থানীয়রা। এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা থানার (Lalgola PS) তারানগর এলাকায়।

Lalgola News

Lalgola News পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পুলিসকর্মীরা পদ্মার ধার থেকে এলাকবাসীকে সরতে বলেন। কিন্তু সরতে চাননি স্থানীয়রা।  এই নিয়ে তর্ক শুরু হয়ে যায় স্থানীয়দের সঙ্গে পুলিস-প্রশাসনের। পুলিস বলপ্রয়োগের চেষ্টা করলে শুরু হয় বচসা। এরপর জনতা উত্তেজিত হয়ে পুলিসের একটি গাড়ি ভাঙচুর করে। পরবর্তীতে লালগোলা থানার বিশাল পুলিস বাহিনী ও রঘুনাথগঞ্জ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিসের ধরপাকড়ের ভয়ে এলাকা থমথমে। সম্প্রতি লালগোলার বিডিওর বাড়িতে রাতের অন্ধকারে হামলা হয়। সেই ঘটনায় পুলিসে সময়ে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছিল।

আরও পড়ুনঃ লক্ষ্য বিধানসভা ভোট, তৃণমূলে বড় রদবদল মুর্শিদাবাদে, ঝড় শুরু রেজিনগরে

Lalgola News উল্লেখ্য, এই তারানগর ভাঙন কবলিত। পদ্মা একে একে গ্রাস করছে ঘর-বাড়ি। তলিয়ে যাচ্ছে জমি। অসহায় স্থানীয় বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তা নিয়ে অসন্তোষ রয়েছে এলাকায়।
Lalgola

See also  Kartik Maharaj: ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্ত্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ