নিজস্ব সংবাদদাতা, বড়ঞাঃ সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠলেন বড়ঞার রাজহাট গ্রামের মানুষ। সকালে কুয়ো নদীর লাগোয়া চাষের জমিতে গিয়েছেন অনেকেই। সেই সময়েই দেখা যায় ঝোঁপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার দেহ। নগ্ন অবস্থাতেই পড়ে ছিল দেহ। কাছে যেতে বোঝা যায়, মৃত্যু হয়েছে ওই মহিলা। স্থানীয়দের অনুমান, খুন করার পর কেউ মাঠের মধ্যে ফেলে রেখে গিয়েছে দেহ। স্থানীয়দের দাবি, ওই মহিলা এলাকার বাসিন্দা নন।
অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বড়ঞায়।মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাদন্তের জন্য। পুলিশের অনুমান, ওই মহিলার বয়স প্রায় পঞ্চাশ বছর। কীভাবে ওই মহিলার হল তা খতিয়ে দেখছে পুলিশ। মহিলার পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।