Vegetable price at Berhampore শীতের সবজিতে ভরছে না ব্যাগ! সপ্তাহান্তে সবজির বাজার দর কী বহরমপুরে ?

Published By: Imagine Desk | Published On:

Vegetable price at Berhampore শীতকাল মানেই নানান সবজির সমাহার। সবজির বাজার এখন ভরপুর। পেঁয়াজকলি, মটরশুটি থেকে গাজর, কপি- বাজারে থরে থরে সাজানো সবজি। এক কথায় লাল, হলুদ সবুজ- রঙিন সবজিতে সেজেছে বাজার। আমদানি বেশী, সাথে উৎসবের মরশুমের ছবিটার কী বদল হল? সবজির বাজারে কি স্বস্তি ফিরছে? দাম কমল না আরও বাড়ল? সপ্তাহের শেষে শনিবার কতটা কমল-বাড়ল সবজির দাম? রবিবার ছুটির দিন বাজার সারবেন ভাবছেন! আগেই জেনে নিন – বাজার দর।

Vegetable price at Berhampore  প্রথমেই দেখে নিন শনিবারের বাজার দর-

বেগুন আগে ছিল ১০০ টাকা কেজি এখন দাম- ৫০- ৬০ টাকা কেজি। শিম-আগে ছিল ৮০ টাকা কেজি এখন ৫০- ৬০ টাকা কেজি। পালং শাক- ৪০ টাকা কেজি, পেঁয়াজকলি- ১০০ টাকা কেজি।, মটরশুটি- ১২০ টাকা কেজি।, মুলো – ১০ টাকা কেজি। টম্যাটো-আগে ছিল ১০০ টাকা কেজি এখন ৬০-৭০ টাকা কেজি। পেপে- ৪০ টাকা কেজি। ঢ্যাঁড়শ- ৫০ – ৬০ টাকা কেজি। গাজর- আগে ছিল ১৫০ টাকা কেজি এখন ৬০- ৮০ টাকা কেজি। ফুলকপি- ১০-১৫ টাকা পিস, বাঁধাকপি- ১৫- ২০ টাকা পিস, শসা- ৪০ টাকা কেজি।

Vegetable price at Berhampore শীতের সবজির সাথেই আকাশছোঁয়া দাম আলু পেঁয়াজ, রসুনের। আলুর দাম নিয়ন্ত্রনে আনতে বহরমপুরের বাজারে টাস্ক ফোর্স অভিযান চালালেও বর্তমান পরিস্থিতি ঠিক কী? বাজারে এখন আলু সেই ৩৫ টাকা কেজিই। রেকর্ড দাম রসুনের। ৪০০ টাকা কেজি রসুন কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা। পেঁয়াজও কম নয়- ৫০ টাকা কেজি। কাঁচালঙ্কা-আগে ছিল ১৫০ টাকা কেজি এখন ৫০- ৬০ টাকা কেজি। বাজারে এসে ক্রেতারা একপ্রকার হতাশ। বাজারে এসে ব্যাগ ভর্তি না করেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। ক্রেতা সুভাষ ঘোষ জানান, ‘উৎসবের মরশুম থেকে চড়া দাম। সবজির দাম আর কমবে বলে মনে হয় না।’ একই কথা বলছেন আরেক ক্রেতা হীরা মুখার্জী, বলছেন, সবজি কেনাই মুশকিল। চাহিদা বেশী হলেও কাটছাট করতে হচ্ছে বাজেটে। শীতের সবজির স্বাদ মিটছে না’।

শীতের সবজির আমদানি বেড়েছে বাজারে। কিন্তু সবজির দাম কেন কমছে না? বিক্রেতারা বলছেন অন্য কথা। আমদানি বেশী বলেই বিক্রি কমেছে, বলছেন সবজি বিক্রেতা বিধান মণ্ডল। সবজির সমাহার নিয়ে বসে থাকা বিক্রেতা শ্যামল মণ্ডল বলছেন, দাম কমেছে আগের তুলনায়। কিন্তু তাতে খুব একটা তফাৎ নেই।

Vegetable price at Berhampore রকমারি সবজি হাতের নাগালে পেয়েও চড়া দামের কারণে সবজি কিনতে পারছেন না অনেকেই। শীতের মরশুমের আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় চাষবাসে ক্ষতিই কি দাম বৃদ্ধির কারণ? শীতকালীন সবজির দাম কবে নাগালের মধ্যে আসবে? এই প্রশ্ন মনে অপেক্ষার প্রহর গুনছেন আম জনতা।