Valentine’s Day 2025 প্রেম দিবসে গোলাপ বাহার, বহরমপুরে কত দামে বিকোল Red Rose ?

Published By: Imagine Desk | Published On:

Valentine’s Day 2025  আজ ভ্যালেনটাইনস ডে। কার্যত শীতের শেষে আর বসন্তের প্রাক্কালে শহরজুড়ে প্রেমের মরশুম।  প্রেমের দিনে শহরের চারদিকে ফুলের বাহার। লাল গোলাপের চাদরে মোড়া ফুলের দোকান। প্রেম নিবেদনের সেরা উপায় গোলাপ উপহার দেওয়া। তাই ভ্যালেনটাইনস ডে-র দিন কোনও উপহার কিনতে না পারলেও একটি ফুল কিন্তু কেনেন অনেকেই। ফুলের মাধ্যমে যতটা গভীর ভালোবাসা প্রকাশ করা যায়, ততটা কী আর অন্য উপহারে সম্ভব?

Valentine’s Day 2025  ভালোবাসার দিনে প্রতি বছরের মতো এবারেও সবচেয়ে বেশি চাহিদা ব্যাঙ্গালোরের গোলাপের।  শুধু লাল গোলাপই নয় সাদা, গোলাপী, হলুদ গোলাপেরও চাহিদা রয়েছে ভালোই। তবে প্রেম দিবসে সঙ্গীকে গোলাপ দিতে হাতে দামের কাঁটা ফোটার জোগাড় অনেকেরই। কারণ, ফুল বিক্রেতারা গোলাপ পিছু পঞ্চাশ টাকা দাম হাঁকাচ্ছেন। একটু ফুল ও ঝাউপাতা এবং রুপোলী কাগজ দিয়ে মুড়ে দিলে আবার সেটার দাম হয়ে যাচ্ছে ১০০ পার।

Valentine’s Day 2025  শুক্রবার সকাল থেকেই বহরমপুরের ফুল মার্কেটে এই ছবি। সাদা, হলুদের ভিড়ে সবচেয়ে বেশি চাহিদা টকটকে লাল গোলাপের। দেশি গোলাপের থেকে চাহিদা বেশি বিদেশি গোলাপের। আর পাঁচটা দিন যেখানে এক পিস দেশি গোলাপ পাওয়া যায় ৫ টাকায় সেটিই এদিন ১০- ১৫ টাকা পিস বিক্রি হয়। আর বিদেশি গোলাপ এক পিস ৫০ থেকে ৬০ টাকা।

Valentine’s Day 2025  ফুল ব্যবসায়ী অমলেন্দু হাজরা জানান, বিশেষ দিনেই গোলাপের দাম বাড়ে। বিয়ের মরশুমের সাথেই ভ্যালেনটাইনস ডে-র অপেক্ষা থাকে সারাবছর। এই বিশেষ দিনের জন্যই গোলাপের দাম বেড়েছে। চাহিদাও রয়েছে মোটামুটি।

Valentine’s Day 2025  ভালোবাসার দিনে দামে কী এসে যায়, প্রিয়জনকে উপহার দিতে কার্পণ্য নয়। সাধারণ লোকাল গোলাপ নয়, মানুষের মন মজেছে ব্যাঙ্গালোর গোলাপে। বিশ্বজুড়ে লাল রঙের অর্থই হল ভালোবাসা৷ লাল গোলাপ মানেই তা প্রেম ও রোম্যান্সের প্রতীক৷ তাই নিজের প্রিয় মানুষকে একতোড়া লাল গোলাপ দিয়ে বলুন আপনি কতটা তাঁকে ভালোবাসেন৷