এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Vai Fota 2025 কান্দীতে মন মাতালো মনখালা মিঠাই, রসগোল্লা চেয়েও পেলেন না অনেকে

Published on: October 23, 2025
Vai Fota 2025

Vai Fota 2025 আজ সারা দিন ফোঁটা, মিষ্টির দোকানে ভাই বোনেদের লাইন ।  কান্দীতে মন মাতালো মনখালা মিঠাই, রসগোল্লা চেয়েও পেলেন না অনেকে

নিজস্ব প্রতিবেদনঃ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পবিত্র ভাইফোঁটা। দ্বিতীয়া শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই। আজ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার সারা দিন ভাইফোঁটা। রাত ১০ টা ৪৬ মিনিট পর্যন্ত এবার ফোঁটা দেওয়া যাবে। ভাই ফোঁটা উপলক্ষে বুধবার দোকানে, বাজারে ছিল লম্বা লাইন। বিশেষ করে মিষ্টির দোকানে। ভাইফোঁটা সবচেয়ে মিষ্টি সম্পর্কের বন্ধন। বহরমপুর Berhampore , ডোমকল, লালবাগ, জঙ্গীপুর, কান্দীতে এই ছবি আজ সারা দিন।

আরও পড়ুনঃ Bhai Fota Sweets ভাই ফোঁটার মিষ্টিতে বিপদ ডেকে আনছেন না তো ?

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় জিআই ট্যাগ পাওয়া ছানাবড়ার অর্ডার এসেছে বাইরে থেকে। কান্দীতে এবার মনখালা মিস্টির বাজার ছিলো মনকাড়া। একাধিক দোকানে রসগোল্লা শেষ সন্ধ্যাতেই। চেয়েও পেলেন না অনেকে।

Vai Fota 2025 কী বলছেন বিক্রেতারা ?

Vai Fota 2025 বুধ সন্ধ্যায় এক বিক্রেতা বলেন, কাচাগোল্লা, গোলাপ জামুন, জলযোগ সব কিছুরই ভালো চাহিদা আছে। তবে মনখালা মিষ্টির চাহিদা সব থেকে বেশি। এছাড়া কান্দীতে মিহিদানার বাজার বরাবরই ভালো। ছানাবড়ারও ভালো চাহিদা আছে। আমরা ৫০ থেকে ৬০ রকমের মিষ্টি রেখেছি।
কদমা ছাড়া ভাইফোঁটা হয় না। কান্দীতে এদিন কদমা বিক্রি হয়েছে প্রতি কেজিতে ১০০ টাকা।

Kandi Sweets

Vai Fota 2025 চিনির বরফি সহ একেকটি দোকানদার পসরা সাজিয়েছেন। দোকানগুলিতে ভিড়। অনেক ভাই আজকেই বোনের বাড়ি পৌঁছে গিয়েছেন। তাই মিষ্টির দোকানে থলে হাতে ভাই-বোনদের একসঙ্গে বাজার করতে দেখা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now