এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Uttar Murshidabad মুখ্যমন্ত্রীর সফরের আগেই জেলা ভাগের দাবিতে অনশন

Published on: December 1, 2025
Uttar Murshidabad

Uttar Murshidabad ৪ ডিসেম্বর বহরমপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার আগে সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুরু অনশন। রঘুনাথগঞ্জ ফুলতলায় মঞ্চ বেঁধে শুরু অনশন। দাবি, দ্রুত জেলা ভাগ করতে হবে। উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ এই দুই ভাগে জেলাকে ভাগ করার দাবি জানিয়েছেন অনশনকারীরা।

আরও পড়ুনঃ ভাগ মুর্শিদাবাদ জেলা, বহরমপুর, জঙ্গিপুর আলাদা জেলা । খুশি জেলাবাসী ?

Uttar Murshidabad কেন উত্তর মুর্শিদাবাদ চাইছেন ?

Uttar Murshidabad এদিন মঞ্চ থেকে হাসানুজ্জামান বাপ্পা বলেছেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ছোট জেলা হলে প্রশাসনিক কাজের সুবিধা হবে। মুখ্যমন্ত্রী তাহলে কেন বঞ্চনা করছেন ? তিনি আরও বলেছেন, “আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রীর আন্তরিকতা রয়েছে। কিন্ত এখানকার যারা স্থানীয় নেতা তাঁরা বার্তা পৌঁছাতে পারছেন না। নতুন জেলা হলে জেলা সদর হবে, ৪ টে মহকুমা সদর হবে সেখানে কাজের পরিধি বারবে, কর্মসংস্থা হবে। জেলা সদর হলে জেলা হাসপাতাল হবে, সরকারি মেডিক্যাল কলেজ হবে”।

Uttar Murshidabad অনশনকারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ‘উত্তর মুর্শিদাবাদ’ জেলা গঠন করতেই হবে। তাহলে মুর্শিদাবাদের উত্তর অংশের উন্নয়ন সম্ভব। এলাকার  শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, গঙ্গা ভাঙনরোধ, শিল্প ও কর্মসংস্থানের মতো বিষয় নিয়েও সরব হয়েছেন মঞ্চের সদস্যরা।

২০২২ সালের ১ আগস্ট মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করেছিলেন। কিন্তু তারপর এই নিয়ে শাসক দল চুপ কেন ? প্রশ্ন জেলা সংগ্রাম সমিতির। সদস্যরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই অনশন কর্মসূচী। ৭২ ঘন্টা অনশন চলবে বলেও দাবি জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now