বিজয় রায়, বহরমপুরঃ তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী উৎসবের চেহারা নিলেও কোথাও যেন তাল কেটে গেল প্রবীণ কিছু বিধায়কের অনুপস্থিতিতে। বিজয়া সম্মেলনী মঞ্চের সামনে প্রয়াত মান্নার হোসেন প্রতিষ্ঠিত পরিবর্তন কালীরও এদিন উদ্বোধন হল। সব ঘিরে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয় হয়ে উঠল উৎসব মুখর। জন সংযোগ উপলক্ষ্যে ১লা নভেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত মুর্শিদাবাদের ব্লকে ব্লকে তৃনমূলের বিজয়া সম্মেলনী হয়েছে। শনিবার ১১ই নভেম্বর ছিল বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়, রাজ্য সহ সভাপতি মইনুল হাসান, বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী, বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় সহ ব্লক নেতারা। এদিন বর্ষীয়ান তৃণমূল নেতাদের উত্তরীয় পরিয়ে ও পুস্পস্তবক দিয়ে সম্মান জানান শাওনি। অন্য নেতাদেরও সম্মান জানানো হয় মিষ্টি সহযোগে। ফিতে কেটে পরিবর্তন কালীর উদ্বোধন করেন বহরমপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুকুমার অধিকারী, সংগঠনের জেলা সহ সভাপতি সুবোধ দাস, বিধায়ক ইদ্রিস আলীরা। পুজো উপলক্ষে এদিন জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের যুবনেত্রী রাজন্যা হালদার।